1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 10:36 am
শিরোনাম :
গাঁদা ফুল চাষ ডেনমার্কে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উপকেন্দ্রে রাশিয়ার হামলায় ৭ জন নিহত হয়েছেন : ইউক্রেইন পশ্চিম তীরে গ্রামবাসী ও সাংবাদিকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ডায়াবেটিস বা স্থূলতায় মিলবে না ভিসা উচ্চারণের জন্য কটাক্ষের শিকার দীপিকা এখন ৫০০ কোটির মালিক কেটে বাদ দেওয়া হলো দীপিকার লিভারের একাংশ কবরীর অসমাপ্ত সিনেমা শেষ করে ছেলের নতুন পরিকল্পনা শাকিব খানের ‘প্রিন্স’র জন্য অমিতাভ বচ্চনের শুভকামনা কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে

ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ডায়াবেটিস বা স্থূলতায় মিলবে না ভিসা

  • প্রকাশিত সময় Monday, November 10, 2025
  • 2 বার পড়া হয়েছে

এনএনবি : নির্দিষ্ট কয়েকটি রোগ থাকলে যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা না-ও মিলতে পারে। বিভিন্ন দেশের দূতাবাসে এ সংক্রান্ত নতুন নির্দেশিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের এই নির্দেশিকায় বলা হয়েছে, বিদেশিরা অভিবাসী ভিসার জন্য আবেদন করলে তা মঞ্জুরের আগে স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করা হবে। ডায়াবেটিস, স্থূলতা বা অন্য কোনও দীর্ঘমেয়াদী রোগ থাকলে তাদেরকে ভিসা দেওয়া হবে না। কারণ, এইসব মানুষ রোগ কিংবা বয়সের কারণে “পাবলিক চার্জ” বা রাষ্ট্রের ওপর বোঝা হয়ে উঠতে পারে। তাই নির্দেশিকা অনুযায়ী, বয়স, স্বাস্থ্য ঝুঁকি বা সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কা থাকলে সেইসব ভিসা আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বিবেচিত হবেন।
ভিসা আবেদন প্রক্রিয়ায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সম্ভাব্য অভিবাসীদের স্বাস্থ্যগত তথ্য যাচাই-বাছাই করে আসছে। যেমন: কেউ যক্ষ্মার মতো সংক্রামক রোগে আক্রান্ত কি না তা পরীক্ষা করা এবং টিকাদানের ইতিহাস যাচাই করা। তবে নতুন নির্দেশনায় আবেদনকারীর স্বাস্থ্যগত দিকে ওপর আরও বেশি জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্যগত যেসব সমস্যার কারণে ভিসার আবেদন বাতিল হতে পারে সে তালিকা আরও দীর্ঘ করা হয়েছে।
আবেদনকারীর স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় কনস্যুলার কর্মকর্তাদের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আগের চেয়েও বেশি বাড়ানো হয়েছে। এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী কঠোর অবস্থানেরই সম্প্রসারণ, যার আওতায় অবৈধ অভিবাসীদের দেশছাড়া করা, নির্দিষ্ট দেশের শরণার্থীদের নিষিদ্ধ করা এবং যুক্তরাষ্ট্রে অভিবাসন সীমিত করার উদ্যোগ দেখা যাচ্ছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীর শারীরিক অবস্থাকে গুরুত্ব দিয়ে দেখা হবে। এতে হৃদ্রোগ, শ্বাসযন্ত্রের রোগ, ক্যান্সার, ডায়াবেটিস, বিপাকজনিত রোগ বা স্থূলতা, স্নায়বিক রোগ এবং মানসিক স্বাস্থ্যের সমস্যার কথাও উল্লেখ করা হয়েছে—যেগুলোর চিকিৎসায় লাখ লাখ ডলার খরচ হতে পারে। এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানকার সরকারি অর্থে চিকিৎসা করানোর সম্ভাবনা থাকলে তাদের আবেদন নাকচ হবে। বিশ্বের প্রায় ১০ শতাংশ মানুষের ডায়াবেটিস রয়েছে। হৃদরোগও বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ। নির্দেশিকায় স্থূলতাকেও ঝুঁকির তালিকায় রাখা হয়েছে, কারণ এটি হাঁপানি, স্লিপ অ্যাপনিয়া বা উচ্চ রক্তচাপের মতো জটিলতা সৃষ্টি করতে পারে। তাছাড়া, কনস্যুলার কর্মকর্তাদের বলা হয়েছে, আবেদনকারীর আর্থিক সক্ষমতাও যাচাই করতে। আবেদনকারীর এমন আর্থিক সংস্থান আছে কিনা যাতে সে চিকিৎসার ব্যয় সরকারি সহায়তা ছাড়াই বহন করতে পারে সেটি বিবেচনা করে দেখতে বলা হয়েছে কর্মকর্তাদেরকে। তবে অভিবাসন আইনের বিশেষজ্ঞ চার্লস হুইলারের মতে, এই নির্দেশনা পররাষ্ট্র দপ্তরের নিজস্ব নীতিমালা ‘ফরেন অ্যাফেয়ার্স ম্যানুয়াল’-এর সঙ্গে সাংঘর্ষিক। ম্যানুয়াল অনুযায়ী, কর্মকর্তারা সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি ধরে অনুমাননির্ভর সিদ্ধান্ত নিতে পারেন না। হুইলার বলেন, “তাদের কোনও চিকিৎসাগত প্রশিক্ষণ নেই। অথচ এই নির্দেশনা কর্মকর্তাদের ব্যক্তিগত ধারণা বা পক্ষপাতের ওপর নির্ভর করে স্বাস্থ্যগত ঝুঁকি অনুমান করার ক্ষমতা দিচ্ছে—যা অত্যন্ত উদ্বেগজনক।” নতুন নির্দেশনায় আবেদনকারীর পরিবারের স্বাস্থ্যের দিকটিও বিবেচনা করতে বলা হয়েছে। নির্দেশনায় প্রশ্ন রাখা হয়েছে, “আবেদনকারীর কোনও নির্ভরশীল ব্যক্তি, যেমন শিশু বা বৃদ্ধ অভিভাবকের কি এমন কোনও রোগ বা বিশেষ প্রয়োজন আছে, যার কারণে আবেদনকারী পূর্ণকালীন কাজ করতে পারবেন না?” বর্তমানে অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অনুমোদিত চিকিৎসকের মাধ্যমে মেডিকেল পরীক্ষা দেন, যেখানে সংক্রামক রোগ, মানসিক স্বাস্থ্য, মাদক ব্যবহার এবং টিকা দেওয়া হয়েছে কিনা তা যাচাই করা হয়। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অভিবাসন আইনজীবী সোফিয়া জেনোভেস বলেন, নতুন নির্দেশনা আরও এক ধাপ এগিয়ে গিয়ে দীর্ঘস্থায়ী রোগগুলোকে গুরুত্বের কেন্দ্রে এনেছে। “আবেদনকারীর ডায়াবেটিস বা হৃদরোগের ইতিহাসকে যেভাবে বিবেচনায় আনা হচ্ছে, তার আওতা অনেক বেশি। তিনি বলেন, “এতে কর্মকর্তারা চিকিৎসা ব্যয় বা ভবিষ্যতে কর্মসংস্থান পাওয়ার সম্ভাবনা নিয়েও অনুমান করবেন, যা ভিসা প্রক্রিয়াকে জটিল করে তুলবে।” তিনি সতর্ক করে আরও বলেন, “যদি নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়, তবে কনস্যুলার সাক্ষাৎকার দিতে যাওয়া মানুষদের জন্য তা নানা সমস্যা ডেকে আনতে পারে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640