1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 7:47 pm

সিরিজে লিড নিল নিউজিল্যান্ড

  • প্রকাশিত সময় Sunday, November 9, 2025
  • 4 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক ॥ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ৯ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।সিরিজের প্রথম ম্যাচ ৭ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। শ্বাসরুদ্ধকর দ্বিতীয় ম্যাচ ৩ রানে জিতে সিরিজে সমতায় আনে নিউজিল্যান্ড।
নেলসনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৫ বলে ৪৭ রানের শুরু পায় নিউজিল্যান্ড। ওপেনার টিম রবিনসন ২৩ রানে ফেরার পর তিন নম্বরে নামা রাচিন রবীন্দ্রকে নিয়ে ২৮ বলে ৫০ রানের জুটি গড়েন কনওয়ে। রাচিন ১৫ বলে ২৬ রানে আউট হলেও টি-টোয়েন্টিতে ১২তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন কনওয়ে। রান আউটের ফাঁদে পড়ে ৬ চার ও ২ ছক্কায় ৩৪ বলে ৫৬ রানে থামেন তিনি। ১৩ ওভারে দলীয় ১১৪ রানে কনওয়ে ফেরার পর নিউজিল্যান্ডকে লড়াকু সংগ্রহ এনে দেন ড্যারিল মিচেল। তার ২ চার ও ৩ ছক্কায় সাজানো ২৪ বলের ৪১ রানের ইনিংসের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৭ রান পায় নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড ও জেসন হোল্ডার ২টি করে উইকেট নেন।জবাবে আবারও ব্যাটারদের ব্যর্থতায় ৮৮ রানে অষ্টম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। উপরের সারির ব্যাটারদের মধ্যে অ্যালিক আথানাজে ২৩ বলে ৩১ ও আকিম অগাস্তে ১৬ বলে ২৪ রান করেন। এছাড়া আর কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেননি।
১৩তম ওভারে আট ব্যাটারের বিদায়ে হার সময়ে ব্যাপার হয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু নবম উইকেটে রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গারের গড়া ৩৯ বলে রেকর্ড ৭৮ রানের জুটিতে জয়ের সম্ভাবনা জাগে ওয়েস্ট ইন্ডিজের। টি-টোয়েন্টিতে নবম ও দশম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। শেফার্ড ও স্প্রিঙ্গারের রেকর্ড জুটিতে শেষ ৭ বলে ১২ রান প্রয়োজন পড়ে ওয়েস্ট ইন্ডিজের। ১৯তম ওভারের শেষ বলে স্প্রিঙ্গারকে শিকার করে জুটি ভাঙ্গেন নিউজিল্যান্ড পেসার জ্যাকব ডাফি। ১ উইকেট হাতে নিয়ে শেষ ৬ বলে ১২ রানের সমীকরণ দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজের। নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসনের করা শেষ ওভারের প্রথম চার বল মাত্র ২ রান তুলে ক্যারিবীয়রা। পঞ্চম ডেলিভারিতে শেফার্ড আউট হলে জয়ের আনন্দে মেতে উঠে নিউজিল্যান্ড। ১৬৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।৪ চার ও ৩ ছক্কায় শেফার্ড ৩৪ বলে ৪৯ এবং ৩টি করে চার-ছক্কায় ৩৯ রান করেন ২০ বল খেলা স্প্রিঙ্গার। ৩টি করে উইকেট নিয়ে নিউজিল্যান্ডের জয়ে অবদান রাখেন ডাফি ও সোধি। ম্যাচ সেরা হন সোধি। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640