এনএনবি : মালিতে ক্রমবর্ধমান অস্থিরতা ও জঙ্গি সহিংসতার মধ্যে বন্দুকধারীরা পাঁচ ভারতীয় নাগরিককে অপহরণ করেছে বলে জানিয়েছে তাদের কোম্পানি ও পশ্চিম আফ্রিকান দেশটির এক নিরাপত্তা সূত্র। বৃহস্পতিবার পশ্চিম মালির কোবরির কাছে এক এলাকা থেকে ওই ৫ জনকে অপহরণ করা হয়েছে বলে শুক্রবার প্যারিসভিত্তিক এক বার্তা সংস্থাকে জানিয়েছে ওই নিরাপত্তা সূত্র। অপহৃতরা বিদ্যুতায়ন প্রকল্পে কাজ করা একটি কোম্পানিতে চাকরি করতেন। ওই কোম্পানির এক প্রতিনিধি বলেছেন, “পাঁচ ভারতীয় নাগরিকের অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রতিষ্ঠানটির অন্য ভারতীয় কর্মীদের বামাকোতে (মালির রাজধানী) সরিয়ে নেওয়া হয়েছে।”অপহরণের দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি বলে জানিয়েছে এনডিটিভি। এখন সামরিক জান্তার অধীনে থাকা মালিতে দীর্ঘদিন ধরেই আল-কায়েদা ও আইএসসংশ্লিষ্ট বিভিন্ন জঙ্গিগোষ্ঠী ও অপরাধী সংগঠনের দাপট দেখা যাচ্ছে। নিরাপত্তার অবনতি মালির অর্থনৈতিক সংকটকেও তীব্র করেছে। আল কায়েদা সংশ্লিষ্ট ‘গ্রুপ ফর দ্য সাপোর্ট অব ইসলাম অ্যান্ড মুসলিমসের’ (জেএনআইএম) কঠোর জ্বালানি অবরোধ পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। ২০১২ সাল থেকে একের পর এক অভ্যুত্থান ও সংঘাতের মধ্যে থাকা দেশটিতে বিদেশি নাগরিক অপহরণের ঘটনা নতুন নয়। সেপ্টেম্বরে জেএনআইএম জঙ্গিরা বামাকোর কাছে আরব আমিরাতের দু’জন ও এক ইরানি নাগরিককে অপহরণ করেছিল। অনেক দরকষাকষির পর গত সপ্তাহে অন্তত ৫ কোটি ডলার মুক্তিপণের বিনিময়ে ওই অপহৃতরা ছাড়া পান বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।
Leave a Reply