কাগজ প্রতিবেদক ॥ বাংলাদেশে এখন হেমন্তকাল। মাঝে মধ্যে হিমেল বাতাস বইছে। একটু একটু করে শীত নামতে শুরু করেছে। ভোর রাত, সন্ধা এবং রাত বেশি হলে শীতের অনুভবটা বেশি মনে হয়। এমন উষ্ণ শীতের আমজে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে কুষ্টিয়া নারি উদ্যোক্তা( কুনাউ)’র আয়োজনে শেষ হয়েছে সপ্তাহব্যাপী পিঠা উৎসব। গতকাল শনিবার সরজমিনে এ উৎসবে গেলে নজরে পড়ে মাঠে প্রায় অর্ধশত দোকান বসেছে। পাশে রয়েছে শিশুদের নাগরদৌলা। পাঠিশাপটা, কুলি পিঠা, চিতই, ভাপাসহ হরেক রকম পিঠার দোকান। পিঠার সাথে রয়েছে গ্রাম বাংলার নক্সিকাঁতাসহ হরেক রকম ফলজ, বনজবৃক্ষের গাছের দোকান। বিকেলে হতেই এসব দোকানে নারী-পুরুষ,শিশুসহ সব বয়সী মানুষের পড়েছে উপচে পড়া ভিড়। ব্যস্ত শহরের মাঝে এ যেন এক টুকরো আবহমান গ্রাম বাংলা হারানো ঐতিহ্য। তাই শত ব্যস্ততা থাকা সত্বেও উৎসুক মানুষের ভিড় করেছে সেখানে।
Leave a Reply