কুমারখালী প্রতিনিধি ॥ গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় কুমারখালীতে মহিলা সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শন ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন পিএএ। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদের সাবেক প্রশাসক বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ড সোহেলুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আমিরুল আজম। শনিবার বিকাল ৫টায় “এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ” শীর্ষক প্রতিপাদ্যের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে আনসার ভিডিপি কো- অপারেটিভ সোসাইটি (আভিকো) লিঃ ও জেলা তথ্য অফিসের সহযোগীতায় শনিবার বিকেলে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন শেষে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান।
Leave a Reply