ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করায় ভেড়ামারা পৌর যুবদলের সদস্য সচিব নজিবুল হক সুমনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের প্যাডে সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গত ৭ নভেম্বর রাতে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়। অনিচ্ছাকৃত এই ভূলের জন্যে সুমন ৭ নভেম্বর রাত সাড়ে ১১ টায় সংবাদ সম্মেলন করে ক্ষমা চেয়েছেন। জানা যায়, গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি বিএনপি আয়োজিত অনুষ্ঠানে যুবদল নেতা সুমন বক্তব্য রাখেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি তারেক রহমানের কুষ্টিয়া-২ (মিরপুর ভেড়ামারা) আসনে মনোনয়ন দেয়ার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে কটুক্তিমূলক বক্তব্য রাখেন।যা কেন্দ্রীয় যুবদলের দৃষ্টিগোচর হয়। জনসম্মুখে দেওয়া এই বক্তব্যকে তারা যুবদলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড বলে অভিহিত করে। কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্যাডে তাকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়। এতে জানানো হয়, বহিষ্কারাদেশ যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কার্যকর করেছেন। যুবদলের কর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেয়া হয়েছে। ৭ নভেম্বর গভীর রাতে বহিষ্কৃত যুবদল নেতা নজিবুল হক সুমন সংবাদ সম্মেলন ডেকে এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ভুল বলে আখ্যা দিয়ে ক্ষমা চান। তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিভাবক মেনে গত ২৫ বছর ধরে এই রাজনীতির সাথে জড়িত। আমার নামে ৩২ টি গায়েবী মামলা ছিল,অনেকবার জেলে গিয়েছি। ইচ্ছাকৃতভাবে আমি তাকে নিয়ে বাজে মন্তব্য করি নাই।
Leave a Reply