খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ইশ্বরদী গ্রামে হিন্দু সম্প্রদায়ের আয়োজনে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী রাস যাত্রা উৎসব। শুক্রবার রাতে উৎসবের অন্যতম আকর্ষণ ছিল কবি গান। অনুষ্ঠানে স্থানীয় ও আশপাশ এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন। এ উপলক্ষে ঈশ্বরদী হাজরা তলা আশ্রমে এক সম্প্রীতি সভার আয়োজন করা হয়। জানিপুর ইউনিয়ন বিএনপি সহসভাপতি শ্রী স্বপন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য। এই রাস যাত্রা অত্র এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ।আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকব। আপনাদের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমি সংসদে আবারো আপনাদের কণ্ঠস্বর হতে চাই। তিনি আরো বলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ইতোপূর্বে হিন্দু সম্প্রদায় অধ্যুষিত ঈশ্বরদী সেন্টারের ১২শত ভোটের অধিকাংশই প্রদান করে আপনারা আমাকে সংসদে পাঠিয়েছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপ্#ি৩৯;র সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিস উজ জামান স্বপন, বক্তব্য রাখেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, বাবু মহাদেব বিশ্বাস মোহন, ডাক্তার নিখিল চন্দ্র, সরস্বতী রানী ঘোষ, বাবু অশোক কুমার বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, সৈয়দ মেহেদী আহমেদ রুমী সাহেব সবসময় আমাদের খোঁজখবর রাখেন। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি আমাদের অভিভাবক। রাস যাত্রা উপলক্ষে ৭ নভেম্বর শুক্রবার হিন্দু সম্প্রদায় অধ্যুষিত ঈশ্বরদী গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে। মেলা, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবি গানের মাধ্যমে দিনব্যাপী চলা এই আয়োজন ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
Leave a Reply