আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গা–আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রীজ সন্নিকটে (বোয়ালমারী মাঠের ইটভাটার কাছে) গত বৃহস্পতিবার ভোররাতে ফ্লিমই স্টাইলে এক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল মহাসড়কে গাছ ফেলে পথ রোধ করে দুই মোটরসাইকেল আরোহীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে, বাকি তিনজন পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আলমডাঙ্গা থেকে দুই ব্যক্তি মোটরসাইকেলে চুয়াডাঙ্গা শহরে ফিরছিলেন। এসময় ঘোড়ামারা ব্রীজের কাছে সড?কে পড়ে থাকা গাছের কারণে তারা গতি কমালে, ওৎ পেতে থাকা একদল ডাকাত তাদের পথরোধ করে। ধারালো অস্ত্রের মুখে দুই ব্যক্তির কাছ থেকে নগদ ২১ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। পরে টহল পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তাৎক্ষণিক অভিযান শুরু করে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, “ঘটনাটি জানার পরই আমরা বিভিন্ন স্থানে চেকপোস্ট বসাই। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্ত করা হয়। গতকাল সন্ধ্যায় পৌর এলাকার হাজরাহাটি থেকে রকিবুল (পিতা—এনামুল) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।” ওসি আরও জানান, রকিবুলের কাছ থেকে ডাকাতির ১৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার সঙ্গে আরও তিনজন মিলে পরিকল্পিতভাবে ওই এলাকায় গাছ ফেলে ডাকাতি করে। বাকি তিন আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ জোর অভিযান চালাচ্ছে বলে নিশ্চিত করেছেন ওসি খালেদুর রহমান। স্থানীয়রা জানান, ঘোড়ামারা ব্রীজ এলাকাটি ভোর ও গভীর রাতে প্রায় নির্জন থাকে। অতীতে এ এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলেও, এভাবে গাছ ফেলে ডাকাতির ঘটনা সাম্প্রতিক কালে ঘটেনি। তারা দ্রুত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন। এদিকে, ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, “যে কোনো মূল্যে এই চক্রের বাকি সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।” এই ঘটনাটি শুধু একটি ডাকাতির খবর নয় বরং এটি গ্রামীণ মহাসড?কগুলোর নিরাপত্তা ব্যবস্থার একটি প্রশ্নও উত্থাপন করেছে। গাছ ফেলে পথরোধ করে ডাকাতি করার মতো কৌশল আইনশৃঙ্খলার নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। রাতের টহল, সিসি ক্যামেরা স্থাপন ও স্থানীয় সতর্কতামূলক উদ্যোগ জোরদার না হলে এ ধরনের ঝুঁকি ভবিষ্যতে আরও বাড?তে পারে।
Leave a Reply