ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় পৃথক সড়ক দুর্ঘটনায় এ্যারিস্ট্রো ফার্মার সিনিয়র রিপ্রেজেন্টেটিভ আবু আব্দুল্লাহ(৩৪) ও আতিয়ার রহমান আতু(৫৮) নামে দুইজন নিহত হয়েছে। গতকাল শনিবার সকালের দিকে উপজেলার গাছিয়া দৌলতপুর ও কলেজপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, এ্যারিস্ট্রো ফার্মার সিনিয়র রিপ্রেজেন্টেটিভ আবু আব্দুল্লাহ সকাল সাড়ে ১১ টায় মার্কেটিং কাজে জুনিয়াদহ বাজারে যাওয়ার পথে গাছিয়া দৌলতপুর নামক স্থানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্টিয়ারিং ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে শহরের কলেজপাড়ার আলী আকবরের কাঠের মিলের সন্নিকটে বেপরোয়া গতির একটি স্টিয়ারিং টলি নিয়ন্ত্রণ হারিয?ে বাড়ির সামনে দাড়িয়ে থাকা আতিয়ার রহমানকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান জানান, এ্যারিস্ট্রো ফার্মার সিনিয়র রিপ্রেজেন্টেটিভ আবু আব্দুল্লাহ ট্রলির নিচে চাপা পড়ে নিহত হন। অপর ঘটনায় আতিয়ারকে চাপা দেওয়া স্টিয়ারিং ট্রলির চালক পালিয়ে যায়। তবে ট্রলি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। নিহত আবু আব্দুল্লাহ এ্যারিস্ট্রো ফার্মার সিনিয়র রিপ্রেজেন্টেটিভ ও সাতক্ষীরা জেলার দেবহাটার কুলিয়া গ্রামের গোলাম সাত্তারের ছেলে। অপর নিহত আতিয়ার রহমান আতু পৌরশহরের কলেজ পাড়ার ইউসুফ আলী মোল্লার ছেলে।
Leave a Reply