বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার জীবননগর থেকে স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে অপহৃত পাঁচ জন ভিকটিমকে যশোরের ঝিকরগাছা উপজেলার কুল্লা গ্রামের একটি খামারবাড়ি থেকে শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর ২০২৫) ভোর ৭টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ অভিযানে এ উদ্ধার অভিযান সম্পন্ন হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— ১. মোঃ বিল্লাল হোসেন (৪০) ২. মোছাঃ সাগরিকা খাতুন (২৮) ৩. গ্রাম্য ডাক্তার বিকাশ দেবনাথ (৩০) অভিযানের সময় খামারবাড়ির মালিক রেজাউল ইসলাম ও সহযোগী আব্দুল গফ্ফার পালিয়ে যায়। স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে অপহরণ ভিকটিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগে জীবননগর থানায় অপহরণ মামলা দায়ের করেন গোয়ালপাড়ার মোঃ শওকত আলী (৫৩)। মামলায় উল্লেখ করা হয়, স্বর্ণ চোরাচালানের ৫০টি স্বর্ণের বার খোয়া যাওয়াকে কেন্দ্র করে তার ছেলে ও গ্রামের আরো কয়েকজনকে অপহরণ করা হয়। ভিকটিমরা হলেন— মোঃ শফিকুল ইসলাম (৩৫) মোঃ আনারুল ইসলাম (৫০) মোঃ হাসান মিয়া (২৬) মোঃ আবুল হোসেন (২৭) মোঃ স্বপন ইসলাম (৪৪) গত ১২ ও ১৩ অক্টোবর জীবননগরের বিভিন্ন স্থান থেকে একাধিক দলে ভাগ হয়ে তাদের অপহরণ করা হয়। ভিকটিমদের অভিযোগ, অপহরণকারীরা তাদের নৃশংস নির্যাতন করে এবং স্বর্ণ উদ্ধারের জন্য চাপ দেয়। নির্যাতনের মধ্যে শফিকুল ইসলামের চারটি আঙুল কেটে ফেলা হয়। নেতৃত্বে ছিলেন জেলা পুলিশ সুপার
অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার সুযোগ্য পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। মাঠে থেকে অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, দামুড়হুদা সার্কেলের এএসপি মোঃ আনোয়ারুল কবীর, ডিবি, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবং বিশেষ টিম। পুলিশ সুপার বলেন, “অপহৃতদের নিরাপদে ফিরিয়ে আনা ছিল আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পালাতকদের দ্রুত গ্রেফতার করা হবে।” ভিকটিমরা হাসপাতালে উদ্ধারকৃতদের গুরুতর শারীরিক নির্যাতনের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের জবানবন্দিতে ভয়াবহ নির্যাতন ও আটকে রাখার ঘটনা উঠে এসেছে। মামলার অগ্রগতি জীবননগর থানায় দায়ের করা মামলাটি— মামলা নং: ০৮ তারিখ: ২১ অক্টোবর ২০২৫ ধারা: ৪৪৭/৩৬৪/৫০৬/৩৪ পেনাল কোড পুলিশ বলছে, স্বর্ণ পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে। চলমান তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। ঘটনাটি সীমান্তবর্তী এলাকাজুড়ে ব্যাপক জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
Leave a Reply