1. nannunews7@gmail.com : admin :
November 7, 2025, 11:22 pm
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ কুষ্টিয়ায় দৌলতপুরে সন্তান হত্যা করে মায়ের আত্মহত্যা কুমারখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে মেহেদী রুমীঃ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন চালের দাম নি¤œমুখী, ৪০ টাকা বেড়েছে পেঁয়াজে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই: প্রেস সচিব গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্ত চলছে: ফখরুল আইএমএফের সঙ্গে বৈঠক নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াবে না সরকার আকবর-মোসাদ্দেকের নৈপুন্যে শ্রীলংকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ শসা চীন-রাশিয়ার প্রভাব মোকাবেলায় মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

শিক্ষক নাসির উদ্দিন পেনশনের টাকায় গড়তে চান শিশুপার্ক, শিশুরাজ্য

  • প্রকাশিত সময় Wednesday, November 5, 2025
  • 14 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ গড়াই নদীর কূল ঘেঁষে গেছে সরু পাকা একটি সড়ক। এরই পাশে দৃষ্টিনন্দন বাগান। গাছের নিচে বিছানো ত্রিপলে রং-তুলি ও কাগজ নিয়ে বসেছে অর্ধশতাধিক শিশু। তারা আঁকছে হেমন্তকালের নদী দিয়ে যাওয়া নৌকা, আকাশে ভাসা মেঘ, কাঁশফুল, পাখি, প্রকৃতি ও জীবনের চিত্র। বাগানে আছে দোলনা, পাঠাগার, জাদুঘর, শরীরচর্চার সামগ্রী ও বিলুপ্তপ্রায় নানা প্রজাতির গাছ। কোনো কোনো শিশু খেলা করছে, কেউবা বই পড়ছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে অবস্থিত নাসির উদ্দিনের বাড়ির বাগানে শুক্রবার বেলা ১১টায় সরেজমিন এমন দৃশ্য দেখা যায়। সেখানে যেন শিশুদের মিলনমেলা বসেছে। ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী নাফিজা খাতুন জানায়, ‘এখানে সব ঋতুতেই উৎসব হয়। ছবি আঁকতে আসি। খুব ভালো লাগে। এবার হেমন্তকালের নদীতে নৌকা, আকাশে মেঘ ভাসা, কাঁশফুল বনের উপজেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে এই কয়া গ্রাম। এক পাশে গড়াই, অন্য পাশে পদ্মা নদী। মূলত প্রাচীন নিদর্শন ও গ্রামীণ জীবনের নানা উপকরণ সংরক্ষণ করেন ৭৫ বছর বয়সী নাসির উদ্দিন। ৩৩ শতাংশ জমির ওপর বাগানসহ তাঁর বসতভিটা। রয়েছে বিনোদন ও শরীরচর্চা কেন্দ্র, পাঠাগার, জাদুঘর, সংবাদ সংগ্রহশালা। শুক্রবার এলেই শিশুনিকেতনে পরিণত হয় তাঁর বাগান। আশপাশের এলাকা থেকে বিভিন্ন বয়সী শিশু আসে। তারা বই পড়ে, খেলা করে, বিলুপ্তপ্রায় হরেক প্রজাতির গাছের সঙ্গে পরিচিত হয়।
কয়া মন্ডল পাড়ার গৃহিণী মোছা. রওশন আরা বলেন, ‘শিশুদের মনের যে খোরাক, তা নাসির স্যারের এখান থেকে পূরণ হচ্ছে। হেমন্ত ঋতুবরণ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মেয়েকে নিয়ে এসেছি। এখানে পহেলা বৈশাখ, নবান্ন উৎসবসহ নানা পার্বণে নাসির স্যার শিশু-কিশোরদের নিয়ে আনন্দ আয়োজন করেন। এ ছাড়াও গাছে ফল পাকলে শিশুদের নিয়ে উৎসব হয় বাগানে। আনন্দ করে ফল খায় শিশুরা।’ কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আছিয়া খাতুন জানায়, নাসির স্যার বয়োজ্যেষ্ঠ হলেও তাঁর আচরণ শিশুর মতো। গাছ, পাখি ও বই যাদের ভালো লাগে, তারা ছুটে আসে বাগানে। অনেক শেখার আছে সেখানে। কয়া গ্রামের আকাশ আহমেদ তাঁর দুই শিশুসন্তান নিয়ে বাগানে এসেছিলেন এই দিন। তিনি বলেন, নাসির স্যার একজন সাদা মনের মানুষ। পেনশনের টাকায় শিশুদের বিনোদন দিচ্ছেন।নাসির উদ্দিন বলেন, ‘শিশুদের মধ্যেই বেঁচে থাকতে চাই। শিশুদের জন্য গড়তে চাই স্বর্গরাজ্য।’ তাঁর জাদুঘরে সংরক্ষিত ঐতিহ্যবাহী তৈজসপত্র দেখে চিরায়ত গ্রামীণ জীবনের স্পর্শ অনুভব করে শিশুরা। বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ছেলেমেয়েদের বাগানে আসতে বলেন নাসির উদ্দিন। পাশাপাশি বই পড়তে উৎসাহিত করেন। পাঠাগার গড়ে তুলতে স্থানীয় শিক্ষিত মানুষকে উৎসাহ দেন।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন নাসির উদ্দিন। ২০০৫ সালে অবসর নেন ১ নম্বর কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। সেই পেনশনের টাকায় শিশুদের বিনোদন ও মেধা বিকাশের জন্য বাড়ির আঙিনায় বাবা-মায়ের নামে ‘কুলছুম নেছা-জালাল গান্ধী শিশুপার্ক’ গড়ে তোলেন। ৫০ বছর ধরে বিলুপ্তপ্রায় গাছ বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন তিনি। বাগানে প্রায় ২০০ প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ আছে। প্রতিটি গাছে কাগজের ওপর লেমিনেটিং করে নাম লেখা আছে, যাতে শিশুরা চিনতে পারে। বাগানে আছে বনকাঁঠাল, লাটা, ঢেপড়, ফলশাহী, মিষ্টি আমলকী, করমচা, জামরুল, হরগৌড়ি ইত্যাদি গাছ। নাসির উদ্দিন বলেন, বিলুপ্তপ্রায় ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনের গাছ সংরক্ষণে তিনি চেষ্টা করছেন। বাগানে বেশির ভাগই ঔষধি গাছ। যার যখন খুশি প্রয়োজনমতো নিয়ে যাচ্ছেন।
বাগানের মাঝখানে একটি ছোট্ট আধাপাকা ঘরে মা কুলছুম নেছার নামে একটি পাঠাগার, জাদুঘর। এখানে শিশুদের মেধা বিকাশ, শরীর গঠন বিষয়ক বইসহ পাঁচ শতাধিক বই আছে। পাশেই সম্প্রতি সরকারি উদ্যোগে তৈরি আধাপাকা ঘরে সংবাদ সংগ্রহশালা গড়ে তুলেছেন তিনি। সেখানে শিশুদের স্বাস্থ্যবিধি ও নানা বয়সী শিশুদের লেখা এবং দেশ-বিদেশের আবিষ্কারক বিষয়ক পত্রিকা ও পত্রিকার কাটিং রাখা হয়েছে। তাঁর জাদুঘরে আছে সেন, পাল ও ব্রিটিশ শাসনামলের ইট, থালা, পানের বাটা, বিলুপ্তপ্রায় হারিকেন, ঢেঁকি, পালকি, ডাকটিকিট, ছক্কা, লাঙল, মাথাল, ঢালসহ শতাধিক উপকরণ।
নাসির উদ্দিন জানান, নানি ও মায়ের ব্যবহৃত পানের বাটা, পান ছেঁচনি ও চিনামাটির পুতুল দেখে জাদুঘর স্থাপনে আগ্রহ বাড়তে থাকে। পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জায়গা থেকে শতাধিক উপকরণ সংরক্ষণ করেছেন। এগুলো থেকে শিশুরা প্রাচীনকাল সম্পর্কে ধারণা লাভ করতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের ভাষ্য, নাসির উদ্দিনের মতো আলোকিত মানুষ দেশের কল্যাণে অনেক অবদান রাখেন। গত বছর তাঁর উদ্যোগের জন্য তিন লাখ টাকা সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নে ভবিষ্যতে আরও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640