ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সরকারী রাস্তা দখল করে প্রাচীর নির্মান করেছে প্রভাবশালী আওয়ামীলীগ নেতা। এতেই চরম বিপাকে পড়েছেন অবসরপ্রাপ্ত অসুস্থ শিক্ষক আব্দুল বারী’র পরিবার। বিষয়টি উপজেলা প্রশাসন, থানা কে অবহিত করেও কোন প্রতিকার পান নি ভুক্তভোগী পরিবার। জানা গেছে, ভেড়ামারা পৌরসভার ৩ নং ওয়ার্ডের নওদাপড়ার (আদর্শ কলেজ সংলগ্ন) এলাকায় দীর্ঘ দিনের বাসিন্দা, ভেড়ামারা আলীম মাদ্রাসার বিএসসি’র অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বারী। র্দীঘদিন ধরেই বিরোধ চলে আসছিল তারই প্রতিবেশি ভেড়ামারা পৌরসভার সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম দুদু’র ছেলে আওয়ামীলীগ নেতা মাশরেকুল ইসলাম রোজেন এবং তার চাচাত ভাই নিপু’র সাথে। আওয়ামীলীগের ক্ষমতার অপব্যবহার করে নানা ভাবে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বারীর পরিবার কে হেনস্থাও করেছে তারা। এ বিষয়ে নানা সময়ে বিচার চেয়ে ভেড়ামারা পৌরসভা, উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচার চেয়েও পান নি তিনি। রাজনৈতিক ভাবে ক্ষমতার প্রভাব খাটিয়ে সব সময় কোনঠাসা করে রাখে ওই শিক্ষককে। গত ১৬ অক্টোবর ভেড়ামারা পৌরসভার আমীন দিয়ে বসতবাড়ির সীমানা নির্ধারনের নাম করে পক্ষপাতমুলক ভাবে দেড়শতক ভিতরে প্রবেশ করে বসতবাড়ির গেট পর্যন্ত সীমানা ঘেষে প্রাচীর নির্মান করে। এতে বসতবাড়িতে প্রবেশ এবং বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় তার। এ বিষয়ে প্রতিকার চেয়ে লিখিত এবং মৌখিক ভাবে পৌরসভা, উপজেলা নির্বাহী অফিসার এবং ভেড়ামারা থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বারী। তিনি জানান, ১৬ বছর ধরে আওয়ামীলীগ নেতা রোজেন আমাদের সাথে বিরোধ করে আসছে। কখনো জায়গা দখলের চেষ্টা, হয়রানী করা, নারিকেল গাছ না কেটে বিল্ডিং বাড়ি ক্ষতিগ্রস্থ করা সহ নানা ভাবে হয়রানী করেছে। বিচার চেয়েও পায় নি কারো কাছে। কয়েক দিন আগে পৌরসভার আমীন কে দিয়ে পক্ষপাতমুলক জমি মেপে জোর পূর্বক প্রাচীর নির্মান করে আমাদের চলার পথ বন্ধ করে দেয়। তিনি দ্রুত ওই প্রাচীর অপসরনের দাবী জানান।
Leave a Reply