বিনোদন প্রতিবেদক ॥ অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সবসময়ই নিজের মতো করে বাঁচতে ভালোবাসেন। অভিনয়জীবনের শুরুটা হয়েছিল ‘নট আউট’ নাটকের মাধ্যমে। এরপর একের পর এক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে নিজের অবস্থান পাকা করেছেন তিনি। চলচ্চিত্রেও অভিষেক হয়েছে ‘ভয়ংকর সুন্দর’ দিয়ে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ আলোচিত। সাহসী ও ভিন্নধর্মী উপস্থিতির কারণে প্রায়ই সমালোচনার মুখে পড়েন ভাবনা। এসব সমালোচনায় তিনি কতটা গুরুত্ব দেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের জবাব দিলেন খোলামেলা ভাষায়। স্পষ্ট করে ভাবনা বলেন, ‘আমার পোস্টে একজন লুকিয়ে লুকিয়ে লিখছে তার মনের কথা। তার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট। কোনো প্রোফাইল ছবি নেই, কোনো পরিচয় নেই। এখন সে কোথায় বসে কী লিখছে, তাতে আমাদের কী যায় আসে? মানে, আমার কিছুই যায় আসে না।’ তিনি আরও বলেন, ‘যারা নিজেদের পরিচয় গোপন রেখে মন্তব্য করে তাদের কথায় আমি কান দিই না। আমি জানি আমি কী করছি, কেন করছি। আর এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’ ভাবনার এই স্পষ্ট বক্তব্যে বোঝা যায়, সমালোচনা নয় নিজের কাজ ও আত্মবিশ্বাসই এখন তার প্রাধান্য।
Leave a Reply