ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলকে ৫২ ইঞ্চি টেলিভিশন সৌজন্য উপহার হিসেবে দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি, কুষ্টিয়া শাখা। সোমবার (০৩ নভেম্বর) বেলা ৩টার দিকে টেলিভিশন উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে টেলিভিশন উপহার অনুষ্ঠান উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম। প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, হলের হাউস টিউটর, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এবং ব্যাংকের এজিএম মোঃ ইসমাইল হাওলাদার এ সময় সেখানে উপস্থিত ছিলেন। টেলিভিশন উপহার দেয়ায় ভাইস চ্যান্সেলর পূবালী ব্যাংক পিএলসি, কুষ্টিয়া শাখাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Leave a Reply