কাগজ প্রতিবেদক ॥ জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজে আলোচনা সভা, র্যালী ও রক্তদান কর্মসুচী পালিত হয়েছে। রবিবার সকালে মেডিকেল কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আনোয়ারুল কবির, উপপরিচালক ডাঃ আনোয়ারুল ইসলাম, কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, শিক্ষক সমিতির সদস্য সচিব ডাঃ খসরুজ্জামান, সন্ধানীয় কেন্দ্রিয় কমিটির সাবেক সাধারন সম্পাদক ডাঃ মুকাররাবিন হক নিবিড়। বক্তব্য রাখেন সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি মহিউদ্দিন রাসেল, ও সাধারন সম্পাদক ফাহিম শাহরিয়ার। কুষ্টিয়া মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ডাঃ শহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা শেষে ৬জন সেরা রক্তাদাতাকে ক্রেষ্ট দিয়ে বিশেষ সম্মান জানানো হয়। পরে একটি বন্যাঢ্য র্যালী বের হয়। র্যালিটি মেডিকেল কলেজে শেষ হয়ে সেখানে রক্তদান কর্মসুচী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সন্ধানী একটি মানবিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের হাজারো মানুষের জীবন রক্ষা হয় আর এই জীবন রক্ষার কাজে যারা সম্পৃক্ত তারা পুন্যবান ব্যক্তি। তিনি বলেন, রক্তদানে মানুষকে উৎসাহ যোগাতে হবে এব্যাপারে ব্যাপক প্রচার প্রচারনা চালাতে হবে। রক্তদানের মত মহৎকাজে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, সন্ধানী আমাদের সমাজের জন্য বড় আশির্বাদ। এই সংগঠনের মাধ রক্তদানে শারিরিক কোন ক্ষতি নেই বরং শারিরিক ও মানষিক প্রশান্তি আসে। ্যমে বিপন্ন ও মৃত্যু ঝুঁকি সম্পন্ন মানুষেরা জীবন ফিরে পান। তিনি বলেন, মানব ধর্মে মানুষের কল্যান বয়ে আনে। রক্তদান ও মরনোত্তর চক্ষুদানের বিষয়ে ধমীর্য় বিধান এবং এনিয়ে ভ’ল ধারনা রয়েছে। আমরা আমাদের ধর্মীয় পান্ডিত্যদের সাথে এবিষয়ে আরো আলোচনা ও কথা বলতে পারি সেক্ষেত্রে সমাধানের দ্বার উম্মুক্ত হবে। জেলা প্রশাসক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেও যতœসহকারে লেখাপড়া করতে হবে। চিকিৎসা বিজ্ঞানের উচ্চতর ডিগ্রী অর্জন করতে হবে। আমাদের দেশে সব ধরনের চিকিৎসা ব্যবস্থা না থাকায় আমরা ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েছি তাই মেধা সম্পন্ন চিকিৎসক এবং উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা থাকলে আমাদের আর ভারতে যেতে হতো না। পরে তিনি দিন ব্যাপী কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ষ্টাফদের মধ্যে সর্বাধিক সংখ্যক রক্তদাতাকে ক্রেষ্ট দিয়ে স্মমাননা প্রদান করা হয়।
Leave a Reply