আলমডাঙ্গা ব্যুরো ॥ মুজিব শতবর্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য নির্মিত ঘর—স্বপ্ন ছিল নতুন জীবনের, স্বস্তির ঠিকানার। কিন্তু চুয়াডাঙ্গার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের বাস্তবতায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বহু ঘরে তালা ঝুলছে, অনেক ঘর নষ্ট হয়ে গেছে, কেউ কেউ ঘর বিক্রি করেছেন আবার কেউ ভাড়া দিয়েছেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সচ্ছলরাও পেয়েছেন ঘর—এমন অভিযোগও উঠেছে। ফলে প্রশ্ন জাগছে—স্বপ্নের সেই আশ্রয় প্রকল্প কি উদ্দেশ্যপূরণ করতে পারল? জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে চার ধাপে চুয়াডাঙ্গায় মোট ৬৯৫টি ঘর প্রদান করা হয়। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর ১৭৫, আলমডাঙ্গা ১৭৫, দামুড়হুদা ১২৩ এবং জীবননগরে ১৫৩টি ঘর বরাদ্দ দেওয়া হয়। সরকারি হিসেবে অধিকাংশ ঘরই এখনো কার্যকর এবং মানুষ বসবাস করছে বলা হলেও মাঠপর্যায়ে দেখা গেছে ভিন্ন দৃশ্য। দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের দর্শনা রেলগেট এলাকার আশ্রয়ণে রয়েছে ৬২টি পরিবার। এ প্রকল্পে দেওয়া হয় মাত্র দুইটি টিউবওয়েল, যেগুলো অনেক আগেই নষ্ট হয়ে গেছে। এলাকার বাসিন্দা আনছার আলী মোল্লা বলেন, “অনেকেই চলে গেছেন। যে ঘরগুলো আছে সেগুলোয় ফাটল, মেঝে উঠে গেছে। ঘর ধরে রাখা দায়।” আরেক বাসিন্দা কালাম জানান, “একজন ঘর পেয়ে পরে নিজ বাড়িতে চলে গেছে। এখন আমি তার ঘরে থাকছি।” অভিযোগ উঠেছে, ঘরের মেঝেতে ব্যবহার করা হয়নি ইট-খোয়া বা বালু—মাটির ওপর সরাসরি সিমেন্টের লেপ দেওয়া হয়েছিল, যা কয়েক মাসের মধ্যেই ভেঙে যাচ্ছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬২ আড়িয়া গ্রামের আশ্রয়ণে ২০টি ঘর নির্মিত হয়। এর মধ্যে বর্তমানে বসবাস করছে মাত্র ১২টি পরিবার। বাকি আট পরিবার চলে গেছে। স্থানীয়রা জানান, ছমির হোসেন তার ঘর ১৮ হাজার এবং খবির উদ্দিন ২০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। অনেকে ভাড়ায় দিয়ে অন্যত্র বসবাস করছেন। একজন ভাড়াটিয়া রূপালী জানান, “প্রতি মাসে ৪০০ টাকা ভাড়া দিতে হয়। না দিলে ১২ হাজার টাকায় ঘর কিনে নিতে বলে।” অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ও সম্পদ থাকা সত্ত্বেও ছমির ও খবির নামের সচ্ছল ব্যক্তি ঘর পেয়েছিলেন, পরে তা বিক্রি করে দিয়েছেন। আবাসনের বাসিন্দারা জানালেন, ঘরের দেয়ালে ফাটল, মেঝে ভেঙে পড়া, নষ্ট টয়লেট, দখল করে নেওয়া পিছনের জায়গা—অনেক দুর্ভোগের মুখোমুখি তারা।
বাসিন্দা হালিমা বেগম বলেন, “বাথরুমের ট্যাংকি কয়েক মাসেই ভরে গেছে, এখন ব্যবহার করা যায় না।” হাজেরা খাতুনের অভিযোগ, “আমাদের পেছনের জমি দখল করে নিয়েছেন পাশের জমির মালিকরা। প্রতিবাদ করলেই ঘর ভেঙে দেওয়ার হুমকি দেয়।” স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন—এমন অবস্থা শুধু এক-দুই ইউনিয়নে নয়, পুরো জেলাজুড়েই একই চিত্র। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র বলেন, “অভিযোগ পেয়েছি। সরেজমিনে যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।” চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ বলেন, “এ বিষয়ে আগে জানতাম না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।”চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “সরকারি ঘর কেউ ভাড়া বা বিক্রি করতে পারে না। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” দরিদ্র মানুষের জন্য বরাদ্দ ঘর যাতে প্রকৃত ভূমিহীনরাই পান এবং নির্মাণমান যেন নিশ্চিত হয়—এমন দাবি উঠেছে স্থানীয়দের। পাশাপাশি ইতোমধ্যে বরাদ্দপ্রাপ্ত ঘরগুলো নিয়মিত মনিটরিং, মেরামত ও দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। মুজিব শতবর্ষে আশ্রয় প্রকল্পের স্বপ্ন ছিল—“কেউ গৃহহীন থাকবে না।” কিন্তু এই সব অভিযোগের মুখে প্রশ্ন উঠেছে—অসহায় মানুষ কি সত্যিই পেল তাদের প্রাপ্য, নাকি কিছু সুবিধাভোগী সেই স্বপ্নকে গ্রাস করল?
Leave a Reply