1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 7:20 pm

ডিসি অফিসের পিয়নের হামলার শিকার প্রতিবেশি গৃহবধু

  • প্রকাশিত সময় Friday, September 24, 2021
  • 143 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায়  ডিসি অফিসের ষ্ট্যাম্প শাখার পিয়ন হাফিজুর রহমান মুন্নার হামলার শিকার হয়েছে কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী বটতলা মন্ডলপাড়া এলাকার জিল্লুর রহমানের স্ত্রী সাগরী রহমান (৩২) নামের এক গৃহবধু। গত শনিবার ১৮ই সেপ্টেম্বর বেলা ১২ টার দিকে কুষ্টিয়া শহরের লাহিনী বটতলা (মন্ডলপাড়া) এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত সাগরী রহমান বাদী হয়ে একই এলাকার মৃত সাত্তার কসাইয়ের ছেলে কুষ্টিয়া ডিসি অফিসের স্ট্যাম্প শাখার পিয়ন  হাফিজুর রহমান মুন্না (৪৫) এর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বাদী উল্লেখ করেন  মাঝে মধ্যে কারনে অকারণে আমার ও আমার পরিবারের ওপর অত্যাচার নির্যাতনসহ বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করে আসছে বিবাদী মুন্না। ১৮ই সেপ্টেম্বর বেলা১১.৩০ ঘটিকায় বাড়ির পাশে ড্রেনের কাজ চলা কালিন সময়ে খুটি (বাঁশ) আমার সীমানায় পুতে রাখে এতে আমি বাধা প্রদান করলে হাফিজুর রহমান মুন্না রাগান্বিত হয়ে তার স্ত্রী ও ছেলে মিলে আমাকে এলোপাথাড়ি ভাবে বাঁশ দিয়ে পিটিয়ে নীলাফুলা জখম করে। এব্যাপারে হামলার শিকার সাগরী রহমান এর সাথে কথা হলে তিনি বলেন আমার জমিতে খুঁটি পুতাকে কেন্দ্র করে আমাকেই এলোপাতাড়ি বাঁশ দিয়ে মুন্না পেটাতে থাকে আমার চেচামেচিতে প্রতিবেশীরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আমি প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া মডেল থানায় মামলা করতে চাইলে থানাতে মামলা দায়ের করিতে না পেরে মুন্নার বিরুদ্ধে সাধারণ ডায়েরি  দায়ের করি। তিনি আরও বলেন আমি শারীরিক ভাবে একজন পুরুষের দারা নির্যাতনের শিকার তবুও থানায় মামলা দিতে পারলাম না। সাগরীর শারীরিক অবস্থা খারাপ হওয়ার ২২ই সেপ্টেম্বর চিকিৎসা নিতে আবারও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে ২৩ই সেপ্টেম্বর রিলিজ নেয়। এ ব্যাপারে সরজমিন করে স্থানীয়দের বক্তব্য নিতে গেলে প্রত্যক্ষদর্শীদের মধ্যে সূর্যেরহাসি ক্লিনিকের সার্ভিস প্রোমোটর মঞ্জিলা খাতুন বলেন আমি এই এলাকার প্রতিটি বাড়িতে ভিজিট করি সবাইকেই চিনি, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম হটাৎ চেচামেচি শুনে এদিকে এসে দেখি মুন্না ভাই বাঁশ দিয়ে সাগরী রহমানকে পেটাচ্ছে আমি খুব ভয় পেয়ে আতংকিত হয়ে উঠি। স্থানীয় ঢাকা রোড সংলগ্ন দিপালি খাতুন বলেন আমি একটা কাজে এদিকে এসে দেখি মুন্না ভাই সাগরীকে পেটাচ্ছে। এছাড়াও প্রতিবেশি মুজাহিদ বলেন ঘটনার সময় আমি এখানেই ছিলাম খুঁটি পোতাকে কেন্দ্র করে মুন্না সাগরী রহমানকে মারধর করেন। হামলাকারী মুন্নার বাড়ি সংলগ্ন রেজাউল এর স্ত্রী  জেসমিন (৩৫) বলেন ঘটনার এক পর্যায়ে মুন্না সাগরীর গায়ে হাত তোলে। এছাড়াও ঘটনাস্থলেই পৌরসভার ড্রেনের কাজে কর্মরত  সেখানকার লেবারদের কাছে জানতে চাইলেও তারা ঘটনার সত্যতা স্বীকার করে। হামলার ঘটনা ধামাচাপা দিতে হামলাকারী মুন্না ও তার সহকর্মীসহ এই সংবাদদাতার অফিসে এসে সংবাদ প্রকাশ না করার জন্য নগদ অর্থ দিতে চাইলে সংবাদদাতা স্বসম্মানে মুন্না ও তার সহকর্মীকে ফিরিয়ে দেন, মুন্না নিজেও স্বীকার করেন সে ভুল করে সাগরী রহমানকে হামলা করে।  এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ছাব্বিরুল আলম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান অভিযোগ এর প্রেক্ষিতে ৩২৩ এর ধারায় কোর্টের  অনুমতি চেয়ে কাগজ পাঠিয়েছি অনুমতি পেলে আমরা পরবর্তী পদক্ষেপ নিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640