1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 11:42 am

শচীন স্মরণে কুমিল্লায় দুদিনের আয়োজন

  • প্রকাশিত সময় Friday, October 24, 2025
  • 31 বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক ॥ উপমহাদেশের সংগীতের বরপুত্র শচীন দেববর্মণের জন্মদিন ১ অক্টোবর, প্রয়াণ ৩১ অক্টোবর। কিংবদন্তীসম জনপ্রিয় এই সংগীত পরিচালক, সুরকার, কণ্ঠশিল্পী স্মরণে তার জন্মভূমি কুমিল্লায় দুই দিনব্যাপী আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণের আয়োজন করা হয়েছে।
২৩ অক্টোবর বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শচীন স্মরণের প্রস্তুতিসভা। জানা গেছে, আসছে ৩০ ও ৩১ অক্টোবরের এ অনুষ্ঠান উপলক্ষে শচীন দেববর্মণের জীবন, কর্ম, বিরল আলোকচিত্র ও সংগীত উত্তরাধিকার তুলে ধরে অনুষ্ঠানস্থল সাজানো হবে। দুই দিনের এ কর্মসূচিতে অংশ নেবেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী, গবেষক, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা।
প্রতি বছরের মতো এবারের আয়োজন নিয়েও সংস্কৃতিপ্রেমী ও সংগীতানুরাগীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকেরা জানান, এ অনুষ্ঠান শুধু শচীনকে স্মরণ নয়, বরং নতুন প্রজন্মকে তার সংগীতদর্শন, চিন্তা ও অবদানের সঙ্গে পরিচয় করানোর একটি উদ্যোগ।
দুই দিনের এ আয়োজনে থাকবে শচীন দেববর্মণের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, তার সুরে গাওয়া জনপ্রিয় গান পরিবেশনা, তরুণ শিল্পীদের অংশগ্রহণে মুক্ত সংগীতানুষ্ঠান এবং স্থানীয় সংগীত, হস্তশিল্প ও বইয়ের প্রদর্শনী।
কুমিল্লার সন্তান শচীন দেববর্মণ ছিলেন এক অনন্য সংগীতপ্রতিভা। রাজপরিবারে জন্ম নেওয়া এই শিল্পী বাংলা ও হিন্দি উভয় ভাষার গানে রেখে গেছেন অমর পদচিহ্ন। তার সুর, কণ্ঠ ও সৃষ্টিশীলতা আজও দুই বাংলার সংগীতপ্রেমীদের হৃদয়ে অম্লান। আয়োজকদের আশা, এ আয়োজন কুমিল্লার মানুষকে যেমন শচীনের স্মৃতির আবহে ফিরিয়ে নেবে, তেমনি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে তার সংগীতচর্চা ও উত্তরাধিকার সংরক্ষণে।
শচীন দেববর্মনের জনপ্রিয় বাংলা গানগুলোর মধ্যে ‘তাকডুম তাকডুম বাজাই’, ‘বাঁশি শুনে আর কাজ নাই’, ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’, ‘বিরহ বড় ভালো লাগে’, ‘মন দিল না বধু’, ‘শোনো গো দখিনো হাওয়া’, ‘তুমি আর নেই সে তুমি’, ‘তুমি এসেছিলে পরশু’, ‘রঙিলা রে’ উল্লেখযোগ্য।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস ভূইয়া, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, জেলা কালচারাল অফিসার বিএম কামরুল হাসান, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন প্রমুখ। কুমিল্লার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারাও এসময় উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640