এনএনবি : ফ্রান্সের রাজধানী প্যারিসের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম থেকে ছয়টি সোনার টুকরো চুরির ঘটনায় এক চীনা নারীকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কৌসুঁলিরা। চুরি হওয়া সোনার মূল্য প্রায় ১৫ লাখ ইউরো (প্রায় ১ কোটি ৭৫ লাখ ডলার বা ১ কোটি ৩০ লাখ পাউন্ড)। গত মাসে এই চুরির ঘটনা ঘটে। ফরাসি কৌঁসুলিরা জানিয়েছেন, বার্সেলোনায় কিছু গলানো স্বর্ণ বিক্রি করার চেষ্টা করার সময় ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তাকে বর্তমানে আটক রাখা হয়েছে। প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত সরবন বিশ্ববিদ্যালয়ের অধীন এই জাদুঘরটি মূলত পশুর নমুনা ও জীবাশ্ম সংগ্রহের জন্য পরিচিত। এখানকার খনিজ বিভাগের প্রদর্শনী থেকে স্বর্ণগুলো চুরি হয়।
ঘটনাস্থল থেকে একটি অ্যাঙ্গেল-গ্রাইন্ডার ও ব্লোটর্চ উদ্ধার করেছে পুলিশ। চুরির সময় জাদুঘরের অ্যালার্ম ও নজরদারি ব্যবস্থা অচল ছিল। ফরাসি গণমাধ্যম জানিয়েছে, আগেই ঘটে যাওয়া এক সাইবার হামলায় নিরাপত্তা ব্যবস্থা নষ্ট হয়ে পড়েছিল—যা চোরেরা আগেই জানত বলে ধারণা করা হচ্ছে। জাদুঘরের এক মুখপাত্র ফরাসি সংবাদপত্র লে ফিগারোকে বলেন, “চোরেরা খুবই দক্ষ ও তথ্যসমৃদ্ধ ছিল। তারা এমন একটি নিরাপত্তা ঘাটতির সুযোগ নিয়েছে, যা ২০২৪ সালের সর্বশেষ নিরীক্ষাতেও ধরা পড়েনি।”
ভোরে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ শুরু করতে এসে প্রথমে চুরির ঘটনাটি টের পান। এরপরই পুলিশ তদন্ত শুরু করে। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর স্পেনের পুলিশ ওই নারীকে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আটক করে এবং একই দিন ফ্রান্সের হাতে তুলে দেয়। তার কাছ থেকে প্রায় এক কেজি গলানো স্বর্ণ উদ্ধার করা হয়। তদন্ত এখনও চলছে, তবে ধারণা করা হচ্ছে, তিনি চীনে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন।
চুরি হওয়া সবচেয়ে বড় টুকরাটি অস্ট্রেলিয়া থেকে আনা, যার ওজন প্রায় ৫ কেজি। বর্তমান বাজারমূল্য অনুযায়ী এর দাম প্রায় ৫ লাখ ৮৫ হাজার ইউরো। “আমরা একদল অত্যন্ত পেশাদার চোরের মুখোমুখি হয়েছি, যারা ভালোভাবেই জানত কীভাবে ও কোথায় যেতে হবে, এবং তারা পেশাদারি সরঞ্জাম ব্যবহার করেছে,” বলেন জাদুঘরের পরিচালক ইমানুয়েল স্কুলিওস। তিনি ফ্রান্স ২ টেলিভিশনকে বলেন, “তারা যেসব জিনিস চুরি করেছে, তা কোনও কাকতালীয় বিষয় নয়।” এই অভিযোগ এমন এক সময় এসেছে, যখন এর কয়েক দিন আগেই প্যারিসের বিখ্যাত ল্যুভ জাদুঘর থেকে চোরেরা ‘অমূল্য’ ফরাসি রাজমুকুটের রতœ নিয়ে পালিয়ে যায়। গত রোববার বিশ্বের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় ওই জাদুঘরে মাত্র আট মিনিটের মধ্যে চোরেরা আটটি মূল্যবান বস্তু নিয়ে মোটরসাইকেলে করে পালায়। বিশেষজ্ঞরা বলছেন, এসব চুরি হওয়া জিনিসপত্র সম্ভবত টুকরো করে বিক্রি করা হবে, যার দাম আসল মূল্যের সামান্য অংশ মাত্র। ডাচ আর্ট গোয়েন্দা আর্থার ব্র্যান্ড বিবিসি-কে বলেন, “এরা নতুন নয়, আগেও এমন কাজ করেছে। তারা আত্মবিশ্বাসী ছিল, ভেবেছিল—‘এবারও পার পেয়ে যাব।’” সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সের অন্তত চারটি জাদুঘর—এর মধ্যে ল্যুভ ও ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামও রয়েছে—চুরির শিকার হয়েছে বলে ফরাসি গণমাধ্যম জানিয়েছে।
Leave a Reply