বিনোদন প্রতিবেদক ॥ বাংলাদেশের পরিচিত অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ দীর্ঘদিন পর আবারও নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। চয়নিকা চৌধুরীর পরিচালনায় তৈরি হয়েছে ‘দ্বিতীয় বিয়ের পর’ নামের নাটকটি। সেখানে নওশাবার সঙ্গে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান। নাটকে আবারও ফিরে আসা প্রসঙ্গে নওশাবা বলেন, ‘ঠিক কত বছর পর শুটিং করলাম মনে করতে পারলাম না। শুধু বলতে পারি, অনেকদিন পর।’ নওশাবা আরও বলেন, ‘চয়নিকা দিদি অনেক আদর করে বললেন, ‘অনেকদিন তুমি কাজ করছ না। আমি চাই তুমি এই নাটকটি করো।’ নাটকের গল্পও পছন্দ হলো। মঞ্চে নিয়মিত থাকলেও ক্যামেরার সামনে দাঁড়ানো অনেকদিন হয়নি। তাই এই কাজটি করলাম। এটাকে আমি ফেরা বলব না, কারণ আমাকে যদি ওই ধরনের চরিত্র না দেওয়া হয় আমি কাজ করব না। তার চেয়ে ভালো আমি থিয়েটার করব, বাসায় ছবি আঁকব, গল্পের বই পড়ব, মেয়ের দেখাশোনা করব।’ নাটক থেকে দূরে থাকার কারণ জানতে চাইলে নওশাবা বলেন, ‘আমি হয়তো অনেক নির্মাতার চোখে তারকা নই। কিন্তু নিজের কাছে আমি একজন একনিষ্ঠ শিল্পী। অনেক নির্মাতা আমাকে কাজের কথা বলেছেন, কিন্তু সেখানে আমার অভিনয়ের সুযোগ নেই। তাই ভালো কোনো গল্পের প্রস্তাব এলে তখনই করব।’ এদিকে নওশাবা অভিনীত ‘সাত ভাই চম্পা’ সিনেমা গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি টিভিতে মেগা সিরিজ হিসেবে সম্প্রচারিত হয়েছিল প্রায় সাত বছর আগে এবং গত বছর ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি পেয়েছিল। নওশাবা জানিয়েছেন, সিনেমার শুটিংয়ের সময়ই ঘোড়া ও তলোয়ার চালানো শিখেছিলেন। তবে তিনি এও মনে করেন, যথাযথ প্রচার হলে সিনেমাটি আরও দর্শকের কাছে পৌঁছাতে পারত। এছাড়া নওশাবা গত মাসে অনীক দত্তের ‘যত কা- কলকাতাতেই’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক করেছেন। তার অভিনয় প্রশংসিত হয়েছে সেখানে। শোনা যাচ্ছে, সিনেমাটি বাংলাদেশেও মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান।
Leave a Reply