কাগজ প্রতিবেদক ॥ পৌরসভার বরাদ্ধ বাতিল করা শহরের কলেজ মোড়ের ২৮টি দোকান ঘর উচ্ছেদ অভিযান চালিয়েছে কুষ্টিয়া পৌরসভা। গতকাল বুধবার (২২ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা ধরে চলে এ অভিযান। অভিযানে শহরের কলেজ মোড় এলাকায় প্রায় ২৮টি অবৈধ দোকান ও স্থাপনা বুলডোজারের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযান চলাকালে কিছু স্থানীয় ব্যবসায়ীর প্রতিবাদ সত্ত্বেও প্রশাসনের কঠোর অবস্থানে কোনো বাধা ছাড়াই উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়। পৌরসভা সূত্রে জানা গেছে, কুষ্টিয়া পৌরসভা থেকে ওই ২৮টি দোকান ঘর বরাদ্ধ নিয়ে ব্যবসা করে আসছিল। কিন্তু শহরের প্রবেশমুখে তীব্র যানজট সৃষ্টির কারণে দীর্ঘদিন থেকে এলাকাবাসী কলেজ মোড়টির প্রসস্তকরণের জন্য দাবী জানিয়ে আসছিল। কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ রেজা বুলবুল জানান, শহরে যানজট নিরসন এবং রাস্তা প্রশস্তকরণের জন্য বর্তমান পৌর প্রশাসক গত এক বছর আগে কলেজ মোড়ের ওই ২৮টি দোকান ঘরের বরাদ্ধ বাতিল করে নোটিশ প্রদান করে। এর প্রেক্ষিতে গতকাল নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়াও দীর্ঘদিন ধরে কলেজ মোড় এলাকায় সরকারি জায়গা দখল করে অস্থায়ী দোকান ও স্থাপনা গড়ে তোলা হয়েছিল। দখলদারদের একাধিকবার নোটিশ দেওয়ার পরও তারা জায়গা খালি না করায় সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়। সুত্রে জানা যায়, শহরের অন্যতম ব্যস্ত সড়ক কলেজ মোড়ে অবৈধ স্থাপনার কারণে নিয়মিত যানজট তৈরি হচ্ছিল। জনসাধারণের চলাচল নির্বিঘœ রাখতে ও শহরকে দখলমুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, ‘কিছুটা সমস্যা হচ্ছিল, তবে জনস্বার্থে শহরকে শৃঙ্খলিত ও দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে। শহরকে চলাচল উপযোগী রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’
Leave a Reply