দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ পরিচয়ে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতদল বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণলংকার ও রৌপ্য লুট করেছে। এ ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মাঠপাড়া গ্রামে পরপর দুই বাড়িতে র্দুর্ধষ ডাকাতির এ ঘটনা ঘটে। ৭-৮ জনের সশস্ত্র ডাকাত দল নিজেদের পুলিশ পরিচয়ে দরজা খুলতে বলে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়।
স্থানীয়রা জানায়, সশস্ত্র ডাকাত দল প্রথমে ফিলিপনগর মাঠপাড়া গ্রামের আদত প্রমানিকের ছেলে কৃষক মোহাম্মদ মালিথা (৫৫) এর বাড়িতে হানা দেয়। পুলিশ পরিচয়ে তারা ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের বন্দুকের মুখে জিম্মি করে ২ভরি স্বর্ণালংকার, ১০ভরি রুপার গহনা এবং নগদ ৪৫ হাজার টাকা লুট করে নেয়।
পরিবারের সদস্যরা জানান, ডাকাতরা হুমকি দিয়ে বলেন, যদি কেউ পুলিশের কাছে যায় বা এ বিষয়ে মুখ খোলে, তবে এই বন্দুক দিয়ে গুলি করে হত্যা করা হবে।
এরপর একই রাতে একই কায়দায় পাশর্^বতী কলিম উদ্দিন (কলি) এর ছেলে স্থানীয় মাছ ব্যবসায়ী জিয়ারুল ইসলাম (৩২) এর বাড়িতে হানা দেয় ডাকাত দল। ওই বাড়িতেও ডাকাত দল পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থসহ ঘরের বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নেয়। ওই বাড়িতেও পরিবারের সদস্যদের একইভাবে হুমকি দিয়ে লুটের সম্পদ নিয়ে ঘটনাস্থল থেকে নির্বিঘেœ চলে যায়।
একইরাতে পর পর দুই বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেইসাথে বেড়েছে উদ্বেগ উৎকন্ঠাও।
ডাকাতির ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, বিষয়টি আমি আপনার মাধ্যমে প্রথম জানলাম। দ্রুত খোঁজ নিচ্ছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা করছি।
ডাকাতির ঘটনার পর থেকে ফিলিপনগর মাঠপাড়াসহ আশপাশের গ্রামে চরম আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি গ্রামবাসীরা নিরাপত্তাহীনতা বোধ করছে। তারা ডাকাতির ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
Leave a Reply