দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার দৌলতপুর বাজার এলাকার দৌলতপুর ক্লিনিকের সভাকক্ষে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দৌলতপুর ক্লিনিক মালিক সমিতির সভাপতি এ এইচ এম জুনাইদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজ হাসান বুলবুল, দপ্তর সম্পাদক সাব্বির হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভায় দৌলতপুরের মানহীন ক্লিনিকগুলোর মানোন্নয়ন, বেসরকারি ক্লিনিকগুলোতে সঠিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণ, নিয়মিত মনিটরিং এবং সেবার মান উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, দৌলতপুরে স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে সমিতির পক্ষ থেকে নিয়মিতভাবে এসব উদ্যোগ অব্যাহত থাকবে।
Leave a Reply