এনএনবি : ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সর্বশেষ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কিইভকে রাশিয়ার কাছে কিছু ভূখ- ছেড়ে দিতে চাপ দিয়েছেন বলে বৈঠকের আলোচনো সম্পর্কে অবগত দুই ব্যক্তি জানিয়েছেন। শুক্রবারের ওই টানটান উত্তেজনার বৈঠক ইউক্রেইনের প্রতিনিধিদের হতাশ করেছে বলেও বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন তারা। ট্রাম্প ইউক্রেইনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতেও অস্বীকৃতি জানান এবং কিইভ-মস্কো উভয়কে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার আভাস দেন, যা ইউক্রেইনের প্রতিনিধি দলকে বিভ্রান্ত করে দেয়, বলেছে নাম প্রকাশে রাজি না হওয়া এ দুই সূত্র। জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে সেদিন ট্রাম্প জনসমক্ষে এখনকার ফ্রন্টলাইন বরাবর যুদ্ধবিরতি চেয়েছিলেন, সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ইউক্রেইনের প্রেসিডেন্ট যাকে স্বাগত জানান। তৃতীয় আরেকটি সূত্র জানিয়েছে, মস্কোর কাছে স্বেচ্ছায় কোনো ভূখ- ছাড়া হবে না জেলেনস্কি এমনটা বলার পর ট্রাম্প ভূখ- ছাড় নিয়ে তার ওই প্রস্তাব দেন। “বৈঠক শেষ হয় (ট্রাম্পের) এই সিদ্ধান্তে, ‘আমরা যেখানে আছি, সেই সীমারেখা বরাবর চুক্তি করবো,’” বলেছে সূত্রটি। রোববার সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ট্রাম্পের মুখ থেকেও এমন অবস্থানের কথাই উঠে আসে।
“তাদের এখন যে যুদ্ধরেখার যেখানে আছে সেখানেই থেমে যাওয়া উচিত। বাকিটা নিয়ে আলোচনা খুব কঠিন হবে, যখন আপনি বলছেন, ‘তোমরা এটা নাও, আমরা এটা নিচ্ছি,’” এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের ট্রাম্প এমনটাই বলেছেন।
ইউক্রেইনকে দনবাসের পুরোটা রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে, জেলেনস্কিকে এমনটা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাবে ‘না’ বলেন মার্কিন প্রেসিডেন্ট। “যেখানে এখন আছে সেখানেই ভাগ করুক, এখনই ভাগ করুক। আমার মনে হয় যে ওই ভূখ-ের ৭৮% এর মধ্যে রাশিয়ার কাছে চলেও গেছে,” রয়টার্সের এক প্রতিবেদকের প্রশ্নের জবাবে বলেন ট্রাম্প। “যেভাবে আছে সেভাবেই রেখে দিন। তারা পরে আলোচনা করে নিতে পারবে,” বলেছেন তিনি। অথচ শুক্রবারের জেলেনস্কি হোয়াইট হাউসে গিয়েছিলেন যুক্তরাষ্ট্র যেন ইউক্রেইনকে দূর পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেয়, সে বিষয়ে ট্রাম্পকে রাজি করাতে। তা তো তিনি পেলেনই না, উল্টো ভূখ- ছাড়তে পুরনো চাপই নতুন করে সামনে এল।
ইউক্রেইনকে টমাহক দেওয়া হবে কিনা, সে বিষয়ে ট্রাম্প এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলে শনিবার রাতে একদল সাংবাদিককে বলেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
বৈঠকের আলোচনা নিয়ে যেসব কথা বাইরে এসেছে সেসব বিষয়ে মন্তব্য চেয়ে রয়টার্স ইউক্রেইনের প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগ করলেও তাদের কাছ থেকে সাড়া পায়নি। বৈঠকে এ ধরনের আলোচনা সংক্রান্ত প্রথম খবর প্রকাশ করে ফাইন্যান্সিয়াল টাইমস, রোববার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্পকে মনে হচ্ছিল, তিনি রাশিয়া-ইউক্রেইন দ্রুত যুদ্ধবিরতি চুক্তির বদলে তার সমর্থন পুরোপুরি কিইভের দিকেই ঢেলে দিচ্ছেন।
সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট রাশিয়াকে ‘কাগুজে বাঘ’ আখ্যা দিয়েছিলেন এবং বলেছিলেন, ইউক্রেইন মস্কোর নিয়ন্ত্রণে যাওয়া সব ভূমির দখল ফেরত নিতে পারে বলেই তার ধারণা। কিন্তু শুক্রবারের বৈঠকের পর মনে হচ্ছে, তিনি ফের রাশিয়া ও ইউক্রেইনকে দ্রুত একটি চুক্তিতে রাজি করানোর ব্যাপারে বদ্ধপরিকর, এমনকি সেই চুক্তি যদি কিইভের মেনে নিতে কষ্ট হয়, তাও। মার্কিন কর্মকর্তারা এর আগেও বারবারই ইউক্রেইন ও রাশিয়ার মধ্যে ভূখ- বিনিময়ের ধারণা সামনে এনেছিলেন। বছরের শুরুর দিকে ট্রাম্পের অবস্থানও এমন ছিল। শুক্রবারের বৈঠকেও তিনি ‘দ্রুত চুক্তি করা জরুরি’ বলে মন্তব্য করেছেন, বলেছে সূত্রগুলো। পুতিনের কথায় ফের মত বদল? “এটা ছিল খুবই বাজে। ট্রাম্পের বার্তা ছিল, যদি ইউক্রেইন রাশিয়ার সঙ্গে চুক্তি না করে তাহলে ‘তোমাদের দেশ শীতে জমে যাবে, তোমাদের দেশ ধ্বংস হয়ে যাবে,’” বৈঠক নিয়ে এমনটা বলেছে একটি সূত্র। ইউক্রেইন ধ্বংস হয়ে যাবে, ট্রাম্প এমনটা বলেননি বলে দাবি করেছে আরেকটি সূত্র। তবে মার্কিন প্রেসিডেন্ট যে একাধিকবার অশ্লীল ভাষা ব্যবহার করেছেন তা উভয় সূত্রই নিশ্চিত করেছে। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপের প্রভাবই ট্রাম্পের ওপর পড়েছে বলে মনে করছে সূত্র দুটি। ওই ফোনালাপে পুতিন ইউক্রেইন দোনেৎস্ক ও লুহানস্ক ছেড়ে দিলে মস্কোও জাপোরিঝিয়া ও খেরসনের সামান্য কিছু অংশ ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। পুতিনের এই প্রস্তাবই শুক্রবার জেলেনস্কিকে দেন মার্কিন কর্মকর্তারা, বলেছে একটি সূত্র। ইউক্রেইনীয়রা বলছে, তারা এখনও দোনেৎস্ক ও লুহানস্কের যে অংশ ধরে রেখেছে তার কৌশলগত মূল্য অনেক। এগুলো ছেড়ে দিলে ইউক্রেইনের বাকি অংশ রুশ আক্রমণের মুখে তুমুল ঝুঁকির মুখে পড়বে বলেও তাদের অনুমান। পশ্চিম দোনেৎস্ক ও লুহানস্ক ছেড়ে দেওয়ার মানে হচ্ছে ‘আত্মহত্যা’, বলেছে সূত্রটি। রাশিয়ার সঙ্গে ভূখ- বিনিময়ের প্রস্তাব নিয়ে বেশি জোরাজুরি যারা করছেন তাদের মধ্যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফও আছেন বলে জানিয়েছে দুটি সূত্র। উইটকফের ভাষ্য অনুযায়ী দোনেৎস্ক ও লুহানস্ক উভয় এলাকাতেই উল্লেখযোগ্য সংখ্যক রুশভাষী বসবাস করেন, যে কারণে সেখানে ইউক্রেইনের দাবি কম, বলেছে একটি সূত্র। উইটকফ অবশ্য এ যুক্তি এর আগে প্রকাশ্যেও দিয়েছিলেন। জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, তিনি শিগগিরই হাঙ্গেরির বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। এর কিছুক্ষণ পর ক্রেমলিনের এক কর্মকর্তা জানান, দুই নেতার বৈঠকের সবকিছু চূড়ান্ত করতে দিনকয়েকের মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বৈঠক হতে যাচ্ছে। আসছে বৃহস্পতিবার রুবিও-ল্যাভরভ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মার্কিন কর্মকর্তারা শুক্রবারের বৈঠকে বলেছেন, জানিয়েছে একটি সূত্র। এ প্রসঙ্গে রয়টার্স মার্কিন পররাষ্ট্র দপ্তরের মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে সাড়া পায়নি। ট্রাম্প ও পুতিনের মধ্যে এর আগে অগাস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায়ও বৈঠক হয়েছিল, তবে সেখান থেকে যুদ্ধ বন্ধে বলার মতো কোনো ফল আসেনি।
Leave a Reply