কাগজ প্রতিবেদক ॥ হত্যার ১২ ঘন্টার মধ্যেই ইবি থানার ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করেছে কুষ্টিয়া পুলিশ। ১৯ অক্টোবর রাতে থানার হরিনারায়নপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামের মোঃ মোশাররফ হোসেন ওরফে মুছা শেখ (৫২), পেশা- ভ্যানচালককে রাতের অন্ধকারে নিজ শয়ন কক্ষের বারান্দায় ঘুমন্ত অবস্থায় ধারালো ভারি দা দ্বারা কোপ দিয়ে কে বা কারা হত্যা করে। হত্যাকান্ড সংগঠিত হওয়ার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পরিদর্শন করে অফিসার ইনচার্জ,ইবি থানা ও মিরপুর সার্কেল এর এএসপি মাহমুদুল হক মজুমদার। এ ঘটনায় সন্ধ্যা ভিক্টিমের স্ত্রী বাদী হয়ে ইবি থানা, কুষ্টিয়ায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটু খুনের মামলা দায়ের করেন। পুলিশ সুপার, কুষ্টিয়া এর সার্বিক তত্ত্বাবধানে, মিরপুর সার্কেলের এএসপি মাহমুদের নেতৃত্বে ইবি থানা পুলিশ টিম ক্লুলেস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটক করার জন্য সাঁড়াশি অভিযান পরিচালনা করে।অভিযানের একপর্যায়ে রবিবার সন্ধ্যায় সন্দেহভাজন হিসেবে ভিকটিমের আপন বোন জামাই মোঃ রিপন আলী শেখ(৩৮) পিতা -মৃত আনসার আলী শেখ ওরফে হাজারী শেখ, মাতা আম্বিয়া খাতুন, সাং -শিবপুর (বাজারপাড়া) থানা-ইবি জেলা-কুষ্টিয়া কে আটক করে।
মোঃ রিপন আলী শেখকে আটকপূর্বক ইবি থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। সেখানে মিরপুর সার্কেল এএসপির নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রিপন নিজেই সরাসরি ভিকটিমকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে স্বীকারোক্তি প্রদান কর। ভিকটিমকে খুনের সময় ব্যবহৃত ধারালো দা এবং পরিহিত পোশাক রিপনের স্বীকারোক্তি অনুযায়ী তার দেখানো স্থান হইতে আলামত হিসেবে জব্দ পূর্বক ইবি থানা পুলিশ টিম তাদের হেফাজতে নেয়। ইতোমধ্যে গ্রেফতারকৃত রিপন ও হত্যায় ব্যবহৃত দা জব্দকরে ইবি থানা পুলিশ কর্তৃক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, নিহত মোশারফ হোসেন মুছার হত্যাকারী রিপন তার আপন ছোট বোন জামাই।গত দেড় বছর পূর্বে রিপনের স্ত্রী রিপনকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করে। স্ত্রী অন্যত্র চলে যাওয়ার কারন হিসাবে রিপন তার স্ত্রীর বড? ভাই মোশারফ হোসেন (মুছা) কে দোষারোপ করে। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে মধ্যে মনোমালিন্য এবং গোপনে মনদ্বন্ধ চলে আসছিল তারই জের ধরে রিপন তার স্ত্রীর বড় ভাই মোশারফ হোসেন মুছা কে হত্যা করে। এতদসংক্রান্তে আসামি রিপন ২০ অক্টোবর সোমবার কুষ্টিয়া আদালতে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
Leave a Reply