1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 8:26 am

হামাস-ইসরায়েল পাল্টাপাল্টি দোষারোপ চলছেই, রাফা ক্রসিং ‘খুলছে না’

  • প্রকাশিত সময় Monday, October 20, 2025
  • 21 বার পড়া হয়েছে

এনএনবি : গাজা ও মিশরের মধ্যে থাকা রাফা সীমান্ত ক্রসিং পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এটা খুলে দেওয়া নির্ভর করবে হামাসের মৃত জিম্মিদের মরদেহ ফিরিয়ে দেওয়ার ওপর, যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে ইসরায়েল-হামাস পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই শনিবার তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নেতানিয়াহুর এ বিবৃতির কিছুক্ষণ আগেই মিশরের ফিলিস্তিনি দূতাবাস গাজায় ঢুকতে ও বের হতে বাসিন্দাদের প্রধান প্রবেশদ্বার রাফা ক্রসিং সোমবার থেকে খুলে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিল।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত কিছুদিন ধরে ইসরায়েলি সরকার ও হামাসের মধ্যে পাল্টাপাল্টি দোষারোপ যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি করছে। শনিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, গাজার মানুষের ওপর আক্রমণ করে হামাস শিগগিরই যুদ্ধবিরতি লঙ্ঘন করতে যাচ্ছে বলে বিশ্বাসযোগ্য খবর পেয়েছে তারা।
“ফিলিস্তিনি বেসামরিকদের ওপর পরিকল্পিত এ আক্রমণ হবে যুদ্ধবিরতি চুক্তির সরাসরি ও সুস্পষ্ট লঙ্ঘন। হামাস যদি এ হামলা চালাতে নামে তাহলে গাজার মানুষদের সুরক্ষায় ও যুদ্ধবিরতির মর্যাদা রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে,” বিবৃতিতে এমনই বলেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। হামাস এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, ইসরায়েলি কর্তৃপক্ষই গাজায় ‘অপরাধী গ্যাং’ বানিয়ে তাদের হাতে অস্ত্র ও অর্থ দিচ্ছে, যারা খুন, অপহরণ ও ত্রাণ লুটের মতো কাজে জড়াচ্ছে। এসব গ্যাংকে জবাবদিহিতার আওতায় আনার মাধ্যমে গাজার পুলিশ বাহিনী তাদের দায়িত্ব পালন করছে, বলেছে ফিলিস্তিনি এ সশস্ত্র গোষ্ঠীটি। “দখলদারদের বিভ্রান্তিকর বয়ানের পুনরাবৃত্তি না করতে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে (হামাস) আন্দোলন,” বলেছে তারা। ট্রাম্প এর আগে বলেছিলেন, হামাস যদি তার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে ব্যর্থ হয় তাহলে তিনি ইসরায়েলি বাহিনীকে ফের গাজায় যুদ্ধ শুরুর অনুমতি দেবেন।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি বাহিনী গাজার যেসব এলাকা থেকে সরে গেছে সেসব এলাকায় নিরাপত্তা অভিযানে নেমে হামাস প্রকাশ্যে মৃত্যুদ- ও স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে লড়াই করে তাদের ক্ষমতাও দেখাচ্ছে। শনিবার পরের দিকে দেওয়া বিবৃতিতে হামাস রাফা ক্রসিং নিয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তকে যুদ্ধবিরতি চুক্তির ‘নির্লজ্জ লঙ্ঘন এবং মধ্যস্থতাকারী ও নিশ্চয়তা দেওয়া পক্ষগুলোর কাছে করা অঙ্গীকার ভঙ্গ’ হিসেবে অভিহিত করেছে। রাফা ক্রসিং বন্ধ রাখা হলে সেসব সরঞ্জামও গাজায় ঢুকতে পারবে না যেগুলো বিপুল ধ্বংসস্তূপের নিচে থাকা জিম্মিদের মরদেহ শনাক্ত ও উদ্ধারে দরকার। এর ফলে জিম্মিদের মরদেহ হস্তান্তরেও দেরি হবে, বলেছে হামাস। ইসরায়েল জানিয়েছে, তারা শনিবার রাতে আরও দুই জিম্মির মরদেহ পেয়েছে। তাতে সব মিলিয়ে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের শর্ত অনুযায়ী হামাস গাজায় থাকা ২৮ মৃত জিম্মির মধ্যে ১২ জনের মরদেহ ফেরত দিল, এখনও আরও ১৬ জনের মৃতদেহ বাকি রয়েছে।
দুই বছর ধরে গাজায় ইসরায়েলের যুদ্ধ ফিলিস্তিনি ভূখ-টিতে মানবিক সঙ্কট তীব্রতর করেছে। প্রায় সব বাসিন্দাকেই তাদের বাড়ি ছেড়ে পালাতে হয়েছে। গাজার অনেক এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়েছে বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠী, সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষও বিপর্যস্ত। জিম্মিদের মৃতদেহ ফেরত ও জীবন রক্ষাকারী মানবিক ত্রাণের চালান নিয়ে বিরোধ যুদ্ধবিরতি শেষ পর্যন্ত টিকবে কিনা তা নিয়ে সন্দেহ বাড়াচ্ছে। গাজা নিয়ে ট্রাম্প যে ২০ দফা পরিকল্পনা হাজির করেছিলেন তার প্রথম পর্যায়ের চুক্তি অনুযায়ী হামাস এরই মধ্যে তাদের কাছে থাকা জীবিত ২০ জিম্মির সবাইকে মুক্তি দিয়েছে। এর বিনিময়ে ইসরায়েলও তাদের হাতে আটক এবং দ-প্রাপ্ত কয়েদি মিলিয়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে ছেড়েছে। ইসরায়েলের এখনকার আপত্তি হচ্ছে, হামাস তাদের কাছে থাকা মৃত জিম্মিদের মরদেহ ফেরত দিচ্ছে খুবই ধীরগতিতে। অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি বলছে, বিপুল ধ্বংসস্তূপের মধ্যে কিছু জিম্মির মরদেহ শনাক্তে সময় লাগবে। চুক্তি অনুযায়ী, মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহের বিনিময়ে তেল আবিও ৩৬০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিবে। কিন্তু এখন পর্যন্ত ইসরায়েল কেবল ১৫ জনের মরদেহ হস্তান্তর করেছে। মিশরের সঙ্গে গাজার সীমান্ত ক্রসিং রাফা মোটাদাগে ২০২৪ সালের মে থেকেই বন্ধ রয়েছে। যুদ্ধবিরতি চুক্তিতে গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর কথাও বলা আছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তির পর প্রতিদিন ফিলিস্তিনি ভূখ-টিতে গড়ে প্রায় ৫৬০ মেট্রিক টন করে ত্রাণ ঢুকছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640