1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 1:34 pm

মা হলেন পরিণীতি চোপড়া

  • প্রকাশিত সময় Monday, October 20, 2025
  • 24 বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক ॥ অবশেষে অপেক্ষার অবসান। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ১৯ অক্টোবর বোরবার সকালে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি সন্তান জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম। পরিণীতি ও তার স্বামী আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তারা লিখেছেন, ‘অবশেষে সে এসে গিয়েছে—আমাদের পুত্রসন্তান! এই মুহূর্তের আগের জীবনটা কেমন ছিল, সেটাই আমরা ভুলে গেছি। আমাদের কোল এখন পূর্ণ, মন আরও পরিপূর্ণ।’ দম্পতি আরও লেখেন, ‘আগে আমরা ছিলাম একে অপরের জন্য, এখন আমাদের দুজনের কাছেই সব আছে।’ আজ সকালেই পরিণীতিকে হাসপাতালে ভর্তি করানো হয়। বেলা গড়াতেই অভিনেত্রী ও তার স্বামী নিজেরাই সোশ্যাল মিডিয়ায় শুভ সংবাদটি প্রকাশ করেন। জানা গেছে, আপাতত পরিণীতি দিল্লিতেই থাকবেন, যেখানে রাঘব চাড্ডার কর্মস্থলও অবস্থিত। চলতি বছরের আগস্টে পরিণীতি ও রাঘব তাদের প্রথম সন্তানের আগমনের ঘোষণা দিয়েছিলেন। ইনস্টাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করেছিলেন তারা, যার ওপর লেখা ছিল- ‘এক যোগ এক সমান তিন।’ তখন অভিনেত্রী লিখেছিলেন, ‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা ধন্য আমি, ভাষায় প্রকাশ করতে পারব না’। ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে গাঁটছড়া বাঁধেন পরিণীতি ও রাঘব। বিয়ের পর থেকে চলচ্চিত্রের কাজ থেকে বিরতি নিয়েছিলেন এই বলিউড নায়িকা। নতুন জীবনের সবচেয়ে আনন্দঘন অধ্যায় শুরু করলেন পরিণীতি চোপড়াÑ মা হিসেবে। অভিনয়জগত ও রাজনৈতিক অঙ্গনের অসংখ্য সহকর্মী এবং অনুরাগীরা ইতোমধ্যেই শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন এই তারকা দম্পতিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640