1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 3:07 pm

শাকিবসহ যাদের হাতে উঠলো এবারের সিজেএফবি অ্যাওয়ার্ড

  • প্রকাশিত সময় Sunday, October 19, 2025
  • 21 বার পড়া হয়েছে

বিনোদা প্রতিবেদক ॥ সংস্কৃতি সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজন করল তাদের বার্ষিক সম্মাননা অনুষ্ঠান ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৪তম আসর। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই বর্ণিল আয়োজন। সংগীত, টেলিভিশন, ওটিটি, চলচ্চিত্রসহ সংস্কৃতির নানা শাখায় বিশেষ অবদানের জন্য শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক, সনদ ও মেডেল। জুরি বোর্ডের বিচারে ২০২৪ সালের সেরাদের সম্মাননা প্রদান করা হয়। এবারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন শাকিব খান। তার সাথে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হয়েছেন মাসুমা রহমান নাবিলা ও বেস্ট ক্রিটিক অ্যাওয়ার্ড ক্রিটিকস ফিমেইল অ্যাওয়ার্ড পেয়েছেন জয়া আহসান। চলচ্চিত্র বিভাগে এছাড়াও সম্মাননা পেলেন মেহজাবীন চৌধুরী ও মন্দিরা চক্রবর্তী। অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গানে অভিনেত্রী-নৃত্যশিল্পী চাঁদনীর মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এস রানা, শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান উপদেষ্টা তামিম হাসান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনাম সরকার। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ, একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম এবং অ্যাডভান্স হোমস প্রাইভেট লিমিটেডের এমডি তওহিদা সুলতানা রুনু প্রমুখ। এবারের আয়োজনে দুইজন বিশিষ্ট শিল্পীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সংগীতে অবদানের জন্য বেবী নাজনীন ও চলচ্চিত্রে অবদানের জন্য অভিনেত্রী পূর্ণিমা এই সম্মাননা গ্রহণ করেন। সংগীত বিভাগে সম্মাননা পান সোমনুর মনির কোনাল (সেরা গায়িকা), ইমরান মাহমুদুল (সেরা গায়ক), প্রিন্স মাহমুদ (সেরা সংগীত পরিচালক), আসিফ ইকবাল (সেরা গীতিকার) ও জনি হক (সেরা সমালোচক)। টেলিভিশন বিভাগে তানজিন তিশা (সেরা অভিনেত্রী), জিয়াউল হক পলাশ (সেরা অভিনেতা), ইমরাউল রাফাত (সেরা পরিচালক), আহমেদ তাওকীর ও অপূর্ণ রুবেল (সেরা নাট্যকার) সহ আরও অনেকে পুরস্কৃত হন। ওটিটি বিভাগে সেরা হয়েছেন পরীমণি, তাসনিয়া ফারিন, সাবিলা নূর, এফএস নাঈম, আবদুন নূর সজল ও কাজল আরেফিন অমি। এ ছাড়াও বিশেষ জুরি সম্মাননা পান ধ্রুব গুহ, শাকিল খান, শওকাত, স্বপন চৌধুরী, রাইসুল তমাল, শিহাব আহমেদ সিরাজী, তন্নি মাহমুদ তৃনা প্রমুখ। পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে মনোজ্ঞ পরিবেশনায় অংশ নেন বেবী নাজনীন, ইমরান মাহমুদুল, কোনাল, তানজিন তিশা, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর ও অন্যান্য তারকা শিল্পীরা। উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সিজেএফবি ২০০০ সাল থেকে নিয়মিতভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। এর মাধ্যমে সংস্কৃতির প্রতিটি শাখার শিল্পীদের অবদানকে সম্মান জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640