কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে হয়ে গেলো কবি শাহীনা সোবাহানের সম্মানে স্থানীয় কবি ও সাহিত্যিকদের নিয়ে সাহিত্য আড্ডা। গতকাল শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৫টায় কুষ্টিয়ার কুমারখালী সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরে ড. নাসের ফাউন্ডেশনের আয়োজনে এ সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। কবি ও নাট্যকার লিটন আব্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও সেন্টার ফর মেডিকেল এডুকেশনের সাবেক পরিচালক প্রফেসর ডা. সৈয়দা শাহীনা সোবাহান। ড. নাসের ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু নাসের রাজীবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় কিডনি ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসার ডা. জামানুল ইসলাম ভূঁইয়া, কুমারখালী সাহিত্য সংসদের সভাপতি কবি রহমান আজিজ, কবি রজত হুদা, কবি সবুর বাদশা। এছাড়াও উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক সোহেল আমিন বাবু, কবি বাবলু জোয়ার্দার, কবি ও সাংবাদিক মাহমুদ শরীফ, জিটিভি’র কুষ্টিয়া প্রতিনিধি সাংবাদিক কাজী সাইফুল, দৈনিক নয়া দিগন্তের কুষ্টিয়া প্রতিনিধি (মাল্টিমিডিয়া) সোহাগ মাহমুদ প্রমুখ। এ সাহিত্য আড্ডায় কুষ্টিয়া ও কুমারখালী কবি সাহিত্যিকরা অংশ নিয়ে নিজেদের স্বরোচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী জিয়াউর রহমান মানিক।
Leave a Reply