1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 11:48 am

শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ২৬ জন সিএমএইচে

  • প্রকাশিত সময় Saturday, October 18, 2025
  • 61 বার পড়া হয়েছে

সাত সদস্যের তদন্ত কমিটি গঠন
এনএনবি : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে বড় ধরনের অগ্নিকা- ঘটেছে। দেশের প্রধান এ বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ঢাকায় নামতে না পেরে অন্য বিমানবন্দরে গেছে এক ডজনের বেশি ফ্লাইট। শনিবার বেলা সোয়া ২টার দিকে সেখানে আগুন লাগার খবর পাওয়ার কথা জানান ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম। ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ করছে। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী সদস্যরাও যোগ দিয়েছেন অগ্নি নির্বাপণের কাজে।
বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়ে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় বলেছে, “সকলকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।” কীভাবে সেখানে আগুন লেগেছে তা কর্তৃপক্ষ জানাতে পারেনি। সেখানে কর্তব্যরত অন্তত ২৫ জন আনসার সদস্য আহত হয়েছেন, যাদের সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে পর পর বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। গেইটে থাকা সাংবাদিকদের সে সময় সরিয়ে দেওয়া হয়। ৮ নম্বর গেইট সংলগ্ন গুদামে জ্বালানি রয়েছে বলেও হ্যান্ড মাইকে ঘোষণা দেওয়া হয় সে সময়। আমদানি কার্গো কমপ্লেক্সের সামনে উড়োজাহাজ পার্কিং করার ১০ থেকে ১৪ নম্বর বে। আগুন লাগার পর এখানে রাখা কয়েকটি উড়োজাহ সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন বিমানের কর্মীরা।
তারা বলছেন, বেলা ২ টা ২০ মিনিটের দিকে অ্যালার্ম বেজে ওঠে। কালানবাজার পরপরই কর্মীরা সব বের হয়ে আসেন।
বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি স্থানে কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য মজুত রাখা হয়। বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে আমদানি কার্গো কমপ্লেক্সের পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন এতটাই ভয়াবহ যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। কারগো ভিলেজ এ মাথা থেকেও মাথা লম্বায় আনুমানিক ৩০০ মিটার। বিমানবন্দরটির উত্তর-পূর্ব কোনায় এটি অবস্থিত। বিমানবন্দরের কার্গো ভিলেজের যেই অংশে কুরিয়ারের কাজকর্ম চলে সেখানে আগুনের সূত্রপাত হয় বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট কর্মীরা। শুক্র ও শনিবার সরকারি ছুটির দিনে কার্গো ভিলেজের নিয়মিত কাজকর্ম বন্ধ থাকলেও কুরিয়ার শাখায় আধাবেলা পর্যন্ত কাজকর্ম চলে। এয়ারপোর্ট কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি খায়রুল আলম ভুইয়া মিঠু বলছেন, ২টার দিকে তাদের লোকজন বের হয়ে যাওয়ার পরপর আগুনটা লাগে। “সেখানে তখনো অনেক শ্রমিক, আনসারসহ লোকজন ছিল। কিন্তু আগুন লাগার পর আনসারসহ অন্যরা সবাইকে সরিয়ে দেন। তখন বলা হয় এই গুদামে গোলাবারুদসহ কেমিকেল রয়েছে, ব্লাস্ট হইতে পারে। সবাই সরে যান।”
মিঠু অভিযোগ করেন, “আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের গাড়িও ৮ নাম্বার গেটে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। অনুমতিজনিত জটিলতায় তারা ঢুকতে পারছিল না।” বিমানের তিনজন কর্মী বাইরে দাঁড়িয়ে ছিলেন। তারা বলছেন, কুরিয়ার শাখা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তারা দৌড় দিয়ে বের হয়ে আসেন।
আনসারের উত্তর জোন কমান্ডার মো. গোলাম মৌলাহ তুহিন বলেন, “আনসার সদস্যরা প্রাথমিক মুহূর্তে আগুন দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ঝুঁকি থাকা সত্ত্বেও প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।”
কার্গো ভিলেজের বাইরে উৎসুক জনতার ভিড় জমে যায়। মাইকিং করে তাদের সরে যেতে বলে বিমানবাহিনী। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়।
বিমানবন্দরে প্রবেশের পথগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে। ঢাকার মূল অংশ থেকে উত্তরাগামী সড়কে দেখা দিয়েছে ব্যাপক যানজট। সবশেষ পরিস্থিতি শনিবার রাত ৮টায় এ রিপোর্ট লেখার সময়েও দাউ দাউ করে আগুন জ্বলছিল। আগুন আরও ছড়িয়ে পড়ছে জানিয়ে ঘোষণায় বলা হচ্ছে, ৮ নম্বর ফটকসংলগ্ন গুদামে জ্বালানি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640