এনএনবি : তরুণদের মধ্যে বেকারত্ব নিয়ে ক্ষোভ আর ভোটার তালিকাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বাড়তে থাকা অবিশ্বাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোটকে আগামী মাসে বিহারে কঠিন এক নির্বাচনের মুখোমুখি করতে যাচ্ছে। আঞ্চলিক দলগুলোর ওপর নির্ভরশীল মোদীর জোটকে বিহারের ভোটের ফল ভাঙনের মুখেও ঠেলে দিতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত বিহার দেশটির অন্যতম দরিদ্র রাজ্য, জনসংখ্যার বিচারে তৃতীয় বৃহত্তম। এর বাসিন্দার সংখ্যা ১৩ কোটির বেশি।
বিহারের এখনকার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পক্ষ বদলে পারদর্শী। তিনি কখনো মোদীর জোটে থাকেন, কখনো আবার বিরোধীদের অংশ হয়ে যান। আপাতত তিনি মোদীর ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) গুরুত্বপূর্ণ শরিক।
ভারতের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশের কেন্দ্রে অবস্থান করছে বিহার। নভেম্বরের নির্বাচনে এখানে এনডিএ জোটে কোনো ধরনের ফাটল ধরলে মোদী বড় ধরনের বিপদে পড়তে পারেন।
এরপর কয়েক মাসের মধ্যে আসাম, পশ্চিমবঙ্গ ও তামিল নাড়ুতে নির্বাচন। লোকসভায় ৫৪৩ আসনের মধ্যে এখন ২৯৩টির দখল রাখা মোদীর এনডিএ জোটের কেবল আসামেই ভোটারদের মধ্যে শক্ত অবস্থান রয়েছে।
গবেষণা সংস্থা ভোট ভাইব বলছে, তাদের ৮ অক্টোবরের জনমত জরিপে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ও কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীদের চেয়ে এনডিএকে ১ দশমিক ৬ পয়েন্টে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে।
“ভোটের ফল যে কোনো দিকে যেতে পারে,” জরিপের ফল নিয়ে করা মন্তব্যে এমনটাই বলেছে তারা। এনডিএ যে বিরোধীদের চেয়ে সামান্য এগিয়ে আছে তা তাদের সাম্প্রতিক কিছু কর্মসূচির কারণে হয়েছে বলেও ধারণা তাদের।
এসব কর্মসূচির মধ্যে আছে বিহারের ১ কোটি ২১ লাখ নারীকে সাবলম্বী করতে সহায়তাস্বরূপ তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির অর্থ পাঠানো, যার পরিমাণ এরই মধ্যে ১২ হাজার ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
বিহারের রাজধানী পুনেতে অবস্থান করা এক অধিকাকর্মী নিবেদিতা ঝা জানিয়েছেন, এবারের ভোটে নারীদের মত বড় প্রভাব ফেলবে, কারণে পুরুষরা সাধারণত কাজের খোঁজে মুম্বাই ও নয়া দিল্লির মতো অর্থনৈতিক কেন্দ্রগুলোতে চলে যান, ভোটের সময় সবাই রাজ্যে ফেরেনও না।
“নারীরাই সিদ্ধান্ত নেন কারণ পুরুষরা এখানে থাকেনই না। নারীরা এবার বিরোধীদের কথা বলছেন, কারণ তারা ক্ষমতায় গেলে বেশি অর্থ দেওয়ার অঙ্গীকার করেছে। আমার ধারণা হচ্ছে, নারীরা এবার বিরোধীদেরই বেশি বিশ্বাস করছেন,” বলেছেন ঝা।
বিহারের ভোটারদের কেউ কেউ রাজ্যের সংশোধিত ভোটার তালিকা নিয়েও ক্ষুব্ধ। এদেরই একজন ৮৫ বছর বয়সী জিতনি দেবী। তিনি বলছেন, তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ায় ভোট তো দূর, তিনি পেনশনই তুলতে পারছেন না।
“তারা আমাকে মৃত ঘোষণা করেছে। আমার গ্রামের লোকজন আমাকে মৃত নারী বলে টিটকারি মারে, ব্যাংকে টাকা তুলতে গেলে কর্মকর্তারা আমাকে তাড়িয়ে দেন,” রয়টার্সকে বলেছেন এ নারী।
সংবাদমাধ্যমটি জিতনি দেবীর ঘটনা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে প্রশ্ন করলেও তাদের দিক থেকে কোনো জবাব পায়নি। তবে কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ এর আগে বলেছিল, তারা সব অভিযোগ বিস্তৃতভাবে খতিয়ে দেখছে।
বেকারত্ব নিয়ে ক্ষুব্ধ তরুণরা
নির্বাচনে আরেকটি যে ইস্যু প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে, সেটি হল বেকারত্ব। রাজ্যটিতে ৫ বছর আগের তুলনায় বেকারত্ব এখন তুলনামূলক কম হলেও তরুণদের মধ্যে এখনও অসন্তোষ প্রবল।
সরকারি তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরে বিহারে ১৫-২৯ বছর বয়সীদের মধ্যে বেকারের হার দাঁড়িয়েছে মাত্র ৯ দশমিক ৯ শতাংশে; ২০১৮-১৯ অর্থবছরেও এটি ছিল ৩০ দশমিক ৯ শতাংশ।
“আমার ক্ষেত্রে, আমি দেখছি আমার বাবাকে কাজের জন্য বিহারের বাইরে যেতে হচ্ছে। যে কারণে কাজের ইস্যুটি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে,” বলেছেন ২৫ বছর বয়সী বাবলু কুমার, যিনি এই নভেম্বরেই প্রথমবার ভোট দেওয়ার পরিকল্পনা করছেন।
প্রশান্ত কিশোরের নতুন রাজনৈতিক দল জন সুরাজও এবারের ভোটে প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছেন।
প্রশান্ত কিশোর আগে মোদীর নির্বাচনী ব্যবস্থাপক ছিলেন। এখন তার লক্ষ্য হচ্ছে- বিহারের রাজনৈতিক আলোচ্যসূচিই বদলে ফেলা।
“বেকারত্ব, অন্য রাজ্যে অভিবাসন, বাড়তে থাকা ঋণ, কৃষি আয়ে ভরাডুবি এগুলোই বিহারের ইস্যু। এখানে মোদীর জনপ্রিয়তায় বড় পতন দেখা যাচ্ছে,” বলেছেন জন সুরাজ দলের প্রেসিডেন্ট উদয় সিং।
বিরোধী জোট রাজ্যের ক্ষমতায় গেলে চাহিদা অনুযায়ী প্রতি পরিবারে অন্তত একজনের জন্য সরকারি চাকরি নিশ্চিত করতে আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে। এটি ভোটারদের আকৃষ্ট করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
তবে মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজ্যটি ধরে রাখার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী।
“এনডিএ জোটের অবস্থান বেশ শক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিশনের প্রতি মানুষের দৃঢ় আস্থা রয়েছে,” বলেছেন বিজেপির মুখপাত্র গুরু প্রকাশ পাসওয়ান।
রাজ্যটিতে আগামী ৬ ও ১১ নভেম্বর দুই দফায় বিধানসভার ২৪৩টি আসনে ভোটগ্রহণ হবে। ১৪ নভেম্বর জানা যাবে ফল।
Leave a Reply