এনএনবি : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, গাজায় যুদ্ধবিরতি হলেও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে তার দেশের দায়ের করা গণহত্যা মামলায় এর কোনও প্রভাব পড়বে না। মঙ্গলবার কেপটাউনের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। আল-জাজিরা এ খবর জানিয়েছে।
গাজায় যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় হওয়া চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তারপরও দক্ষিণ আফ্রিকা ২০২৩ সালে শুরু করা মামলাটি চালিয়ে যেতে দৃঢ় সংকল্প বলে জানান রামাফোসা। পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “যে শান্তিচুক্তি হয়েছে সেটিকে আমরা স্বাগত জানাই। এ চুক্তি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে চলমান মামলায় কোনও প্রভাব ফেলবে না।” রামাফোসা আরও বলেন, “মামলাটি এগিয়ে চলেছে এবং এটি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, ইসরায়েলকে জবাব দিতে হবে। আগামী বছর জানুয়ারির মধ্যে তাদেরকে আদালতে জবাব দাখিল করতে হবে।” গাজায় গণহত্যামূলক কর্মকান্ডের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে ২০২৩ সালের ডিসেম্বরে মামলাটি করেছিল দক্ষিণ আফ্রিকা। গাজায় ইসরায়েলের গণহত্যা চালানোর অভিপ্রায়ের প্রমাণ দিয়ে ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সরকার ৫০০ পৃষ্ঠার বিস্তারিত নথি পেশ করে। এর জবাবে ইসরায়েলের যুক্তি তুলে ধরার শেষ সময় ২০২৬ সালের ১২ জানুয়ারি। ২০২৭ সালে আদালতে মৌখিক শুনানি হবে বলে আশা করা হচ্ছে। ২০২৭ সালের শেষে কিংবা ২০২৮ সালের শুরুতে চূড়ান্ত রায় প্রকাশ করা হতে পারে। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত তিনটি অস্থায়ী নির্দেশ জারি করেছে। এর আওতায় ইসরায়েলকে গণহত্যামূলক কর্মকা- বন্ধ ও গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর সুযোগ দিতে বলা হয়েছে। তবে ইসরায়েল অনেকাংশেই এসব নির্দেশ মানতে ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
Leave a Reply