এনএনবি : চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশে কাস্টমস কর্মকর্তারা ৬০,০০০টি মানচিত্র জব্দ করেছেন, যেগুলোতে স্বশাসিত তাইওয়ান দ্বীপকে “ভুলভাবে চিহ্নিত” করা হয়েছে। চীনের দাবি অনুযায়ী, তাইওয়ান তাদের ভূখ-ের অংশ।কর্তৃপক্ষ জানিয়েছে, মানচিত্রগুলোতে দক্ষিণ চীন সাগরের গুরুত্বপূর্ণ দ্বীপগুলো বাদ ফেলা হয়েছে, যে দ্বীপগুলোর ওপর চীনের দাবির সঙ্গে সঙ্গে প্রতিবেশী দেশগুলোর, যেমন ফিলিপিন্স ও ভিয়েতনামেরও দাবি ছিল। কর্তৃপক্ষ বলছে, “সমস্যা থাকা” এই মানচিত্রগুলো রপ্তানির উদ্দেশ্যে তৈরি হলেও বিক্রি করা যাবে না, কারণ এগুলো “জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব এবং ভূখ-গত অখ-তা” বিপন্ন করতে পারে। চীনের কাছে মানচিত্র একটি সংবেদনশীল বিষয়। কাস্টমস কর্মকর্তারা বলছেন, চীন যে রেখা বা লাইনের মাধ্যমে দক্ষিণ চীন সাগরে প্রায় পুরো এলাকা নিজেদের বলে দাবি করে আসছে সেই ‘নাইন-ড্যাশ লাইন’ বা ইউ আকৃতির রেখাও মানচিত্রে থাকা আবশ্যক। কিন্তু জব্দ করা মানচিত্রগুলোতে নাইন-ড্যাশ লাইন এবং চীন ও জাপানের মধ্যকার সামুদ্রিক সীমানা উল্লিখিত ছিল না।
কাস্টমস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মানচিত্রগুলোতে ‘তাইওয়ান প্রদেশ’ ভুলভাবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু ঠিক কীভাবে তা ভুল হয়েছে সেটি তারা উল্লেখ করেনি।
চীন স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখ- মনে করে এবং প্রয়োজন হলে বল প্রয়োগেরও হুমকি দেয়। তবে তাইওয়ান নিজেদেরকে চীনের মূল ভূখ- থেকে পৃথক বলেই বিবেচনা করে, যাদের নিজস্ব সংবিধান ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আছে।
দক্ষিণ চীন সাগরে সময়ে সময়ে উত্তেজনা দেখা দেয়। সর্বশেষে সপ্তাহান্তে চীনা ও ফিলিপিন্সের জাহাজের মধ্যে সংঘর্ষ ঘটেছিল। ম্যানিলা অভিযোগ করে, চীনা একটি জাহাজ ফিলিপিন্সের সরকারি জাহাজে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে এবং জলকামান ব্যবহার করেছে। ওদিকে, চীনের দাবি, ফিলিপিন্সের জাহাজ বারবার সতর্কতা উপেক্ষা করে বিপজ্জনকভাবে তাদের দিকে এগিয়েছিল। ভিয়েতনাম ও ফিলিপিন্সও দক্ষিণ চীন সাগরের মানচিত্রের প্রদর্শনকে সংবেদনশীল মনে করে। ২০২৩ সালে ‘বার্বি’ সিনেমাটি ভিয়েতনামে নিষিদ্ধ হয় এবং ফিলিপিন্সে সেন্সর করা হয় নাইন-ড্যাশ লাইন দেখানোর কারণে। চীনের কাস্টমসের বিবৃতিতে জব্দ করা মানচিত্রগুলো কোথায় বিক্রি করা হবে তা উল্লেখ করা হয়নি। চীনা কাস্টমসের ‘সমস্যাজনক মানচিত্র’ জব্দ করা বিরল নয়, তবে শানডংয়ে জব্দ করা মানচিত্রের সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। সাধারণত, কাস্টমসের পরীক্ষায় উৎরাতে না পারা পণ্য ধ্বংস করা হয়। এর আগে গত মার্চে চিংদাও বিমানবন্দরে ১৪৩টি নৌ মানচিত্র জব্দ করেছিলেন কাস্টমস কর্মকর্তারা, যেগুলোতে জাতীয় সীমানা চিহ্নিত করায় “স্পষ্ট ত্রুটি” ছিল। আবার অগাস্টে হেবেই প্রদেশে দুটি মানচিত্র জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ, যেখানে তিব্বতের সীমানা ভুলভাবে আঁকা ছিল।
Leave a Reply