এনএনবি : ফিলিস্তিনি ছিটমহল গাজায় দীর্ঘ দুই বছর ধরে চলা ব্যাপক প্রাণক্ষয়ী ও ধ্বংসাত্মক যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সোমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ট্রাম্প বলেন, “আকাশ শান্ত, বন্দুকগুলো নিশ্চুপ, সাইরেনগুলো নিশ্চল হয়ে আছে আর পবিত্র ভূমিতে সূর্যোদয় হয়েছে যেখানে অবশেষে শান্তি বিরাজ করছে।” তিনি আরও বলেন, “ইসরায়েলি ও ফিলিস্তিনি, উভয়ের জন্য দীর্ঘ দুঃস্বপ্নের রাত শেষ হয়েছে।” এর কয়েক ঘণ্টা পর মিশরে ট্রাম্প মুসলিম ও ইউরোপীয় নেতাদের সঙ্গে গাজা ভূখ-ের ভবিষ্যৎ ও বৃহত্তর আঞ্চলিক শান্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তবে এই বৈঠকে হামাস ও ইসরায়েলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্ব নিয়ে সমঝোতার পর হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি ও জিম্মি-বন্দি বিনিময় চুক্তি করে। শুক্রবার থেকে যুদ্ধবিরতি শুরুর মধ্য দিয়ে গাজায় যুদ্ধ থামে। চু্ক্িত অনুযায়ী এর তিন দিন পর সোমবার হামাস তাদের হাতে বন্দি ২০ জীবিত জিম্মির সবাইকে মুক্তি দেয় আর ইসরায়েলও তাদের কারাগারে বন্দি ২৫০ জন দ-প্রাপ্ত ফিলিস্তিনি এবং গাজা যুদ্ধ চলাকালে আটক ১৭শ জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেয়। ট্রাম্পেরর শান্তি পরিকল্পনার প্রথম পর্ব সফলভাবে শেষ হলেও পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতা হওয়া এখনও বাকি। ইসরায়েল ও হামাসের মধ্যে প্রথম পর্বের চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিশর, কাতার ও তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। সোমবার মিশরের লোহিত সাগর তীরবর্তী অবকাশকালীন শহর শারম আল-শেখে ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল-সিসি যুদ্ধবিরতিকে দৃঢ় করার উদ্দেশে ২০ জনেরও বেশি বিশ্ব নেতাকে নিয়ে শীর্ষ সম্মেলন করেছেন।
এই সম্মেলনের শুরুতেই গাজা চুক্তিকে স্বাগত জানিয়ে একটি নথিততে স্বাক্ষর করেছেন ট্রাম্প এবং মিশর, কাতার ও তুরস্কের নেতারা। স্বাক্ষর করা এই নথিতে তারা ‘গাজা চুক্তির ধারাবাহিকতা রক্ষা ও এর বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার’ অঙ্গীকার করেন। মিশরের প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে, এই সম্মেলনে গাজার শাসন, নিরাপত্তা ও পুনর্র্নিমাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সম্মেলনে ট্রাম্প এক বিস্তৃত বক্তৃতায় বলেন, “এখন পুনর্র্নিমাণ শুরু হল।” বক্তৃতায় গাজা চুক্তির প্রধান যে শর্তগুলোতে দুই পক্ষকে তিনি রাজি করিয়েছেন তা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “এটি তাদের করা সব চুক্তিগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হতে পারে।” ইসরায়েল ও হামাস এই সম্মেলনে উপস্থিত ছিল না। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারাও এতে যোগ দেননি। বক্তৃতার এক পর্যায়ে ট্রাম্প ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে অভিবাদন জানান। পরে এই দুই নেতা পরস্পরের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন।
ইসরায়েলের আপত্তি সত্ত্বেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজার ভবিষ্যৎ প্রশাসনে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে চায়।
Leave a Reply