1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 3:57 pm

ভেড়ামারায় নারী নির্যাতন মামলার আসামী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কনস্টেবল ডালিম এখনও বহাল তবিয়্যতে

  • প্রকাশিত সময় Monday, October 13, 2025
  • 40 বার পড়া হয়েছে

ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ মেয়েকে জোর করে অপহরণের ঘটনায় মামলা করেই যেন চরম বিপাকে পড়েছে ভেড়ামারার সোহেল রানা। মামলা নিস্পত্তি করার জন্য বিভিন্ন ভাবে দিচ্ছেন হুমকি ধামকি। হত্যা সহ নানা হুমকিতে দীর্ঘ দিন ছিলেন গ্রামছাড়াও। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে ভূক্তভোগী। নানা অভিযোগে অভিযুক্ত’র পর চাকুরীতে বহাল রয়েছেন নারী নির্যাতন মামলার চার্জশীটভুক্ত আসামী, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রভাবশালী পুলিশ কনস্টেবল ইকরামুল হক ডালিম। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অসহায় ভুক্তভোগী পরিবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়’র স্বরাষ্ট্র উপদেষ্টা, সচিব, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। সূত্র জানিয়েছে, ২০২৩ সালের ৩ জুলাই ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চাঁদগ্রাম গ্রামের প্রবাসী জাকারিয়া হোসাইনের নাবালিকা কন্যা জান্নাতুল মাওয়া সোহা অপহরনের শিকার হয়। বহু খোঁজাখুজি করেও সোহাকে পাওয়া না গেলে ওই এলাকারই ইভটিজার মাসুদ পারভেজ কে আসামী করে মামলা দায়ের করা হয়। যার নং ৩, তারিখ ঃ ০৬/০৭/২০২৩। মাসুদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বাগেরহাট জেলায় কর্মরত ও চাঁদগ্রামের মৃত ইউসুফ আলী সর্দারের পুত্র একরামুল হক ডালিম’র ভাতিজা। তৎকালীন সময়ে ভেড়ামারা থানা পুলিশের এস আই আবুল বাশার মামলাটির তদন্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তদন্তে নারী নির্যাতন এবং অপহরনের বহু প্রমান পাই মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিতর্কিত পুলিশ সদস্য ইকরামুল হক ডালিমের বিরুদ্ধে। তিনিই অপহরন চক্রের মূলহোতা এবং আশ্রয়-প্রশয়দাতা। পুলিশ আদালতে মাসুদ পারভেজ, ইকরামুল ইসলাম ডালিম সহ ৫ জন কে আসামী করে চার্জশীট দাখিল করেন। মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য সে সময়, ফ্যাসিষ্টের দোষর এবং সহযোগী ডালিম, স্থানীয় আওয়ামীলীগের প্রভাব দেখিয়ে নানা হুমকি ধামকি দেওয়া অব্যহত রাখেন। হত্যার হুমকি দিয়ে গ্রাম ছাড়া করেন নাবালক মেয়ের অসহায় পিতা জাকারিয়া হোসাইন ও তার পরিবার কে। ভুক্তভোগী জাকারিয়া হোসাইন সাংবাদিকদের জানিয়েছেন, ইকরামুল হক ডালিম একজন বিতর্কিত সদস্য মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের। সে আওয়ামীলীগের দোষর এবং ফ্যাসিষ্টের সকল সুযোগ সুবিধা ভোগ করে এলাকায় রামরাজত্ব কায়েম করেছিল। তার অবৈধ প্রভাব এবং সন্ত্রাসীমুলক তৎপরতার মাধ্যমে আমার মেয়েকে জোরপূর্বক অপহরন করে আটকিয়ে রাখে। দীর্ঘদিন অতিবাহিত হলেও আজও আমার মেয়েকে আমি পায়নি। তিনি আরো জানান, সে চার্জশীট ভুক্ত আসামী। সে এখনও বহাল হয়েছে চাকুরীতে, মরিয়া হয়ে ওঠেছে মামলা নিস্পত্তি করতে। সে সন্ত্রাসী দিয়ে বা কখনো নিজেই আমাকে সহ আমার পরিবার কে হত্যা সহ নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে। এর আগে হুমকিতে তটস্থ হয়ে এলাকা থেকে পালিয়ে ছিলাম। ৫ আগাষ্টের পর ফ্যাসিষ্টের পতন হলে আমি এলাকায় এসে বসবাস শুরু করেছি। কিন্তু খারাপ প্রকৃতির ডালিমের হুমকি ধামকি এবং কার্যকালাপে আমার পরিবার ভীতসন্ত্রস্ত। তিনি মেয়েকে ফেরত পাওয়ার আকুতি জানিয়ে এই মামলার সুবিচার দাবী করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640