এনএনবি : নারী সাংবাদিকদের বাদ দিয়ে সাংবাদিক সম্মেলন করায় তুমুল বিতর্কের মুখে অবশেষে পিছু হটলেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফের একটি সংবাদ সম্মেলন ডাকেন তিনি। আর সেই সম্মেলনে নারী সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়। সেখানে নারী নিয়ে বেশকিছু প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী। এক সপ্তাহের জন্য ভারত সফরে রয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এর মধ্যে গত শুক্রবার সন্ধ্যায় তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন, যেখানে কোনও নারী সাংবাদিককে ডাকা হয়নি। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই ভারতের রাজনৈতিক ও সাংবাদিক মহল পর্যন্ত সবখানে তীব্র বিতর্ক শুরু হয়। ইন্ডিয়ান উইমেন’স প্রেস কর্পস এবং এডিটরস গিল্ড অব ইন্ডিয়া দু’টি সংগঠনই বিবৃতি দিয়ে জানায়, এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনওভাবেই ন্যায়সঙ্গত নয়। বিতর্ক আরও বাড়তেই শনিবার চাপের মুখে আফগান পররাষ্ট্রমন্ত্রীর টিম নতুন করে সাংবাদিক সম্মেলন করার আমন্ত্রণ পাঠায়। নতুন সংবাদ সম্মেলন পুরুষ ও নারী সব সাংবাদিকের জন্যই উন্মুক্ত বলে আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়। এই সাংবাদিক বৈঠকে মুত্তাকি প্রথম সাংবাদিক সম্মেলন নিয়ে বিতর্কের সাফাই দিয়েছেন। তিনি বলেছেন, “ওই সাংবাদিক বৈঠকটি সংক্ষিপ্ত নোটিসে আয়োজন করা হয়েছিল। সেকারণে আমন্ত্রিতদের তালিকাও সংক্ষিপ্ত রাখা হয়েছিল। এটি একটি প্রযুক্তিগত সমস্যা ছিল। এর নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য ছিল না।”
যুক্তরাজ্যের ‘দ্য ইনডিপেনডেন্ট’ পত্রিকা জানায়, রোববারের সংবাদ সম্মেলনে মুত্তাকিকে আফগান মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানে নিষেধাজ্ঞা নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে মুত্তাকি জানান, নারীদের শিক্ষা ইসলামি শরিয়তে ‘হারাম’ নয়, তবে আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার ‘পরবর্তী নির্দেশ’ না আসা পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছে।
তালেবান সরকার যে ‘নারীবিরোধী’ নয়, তার প্রমাণ দিতে কিছু পরিসংখ্যান তুলে ধরেন মুত্তাকি। তার দাবি, আফগানিস্তানের স্কুল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এক কোটি শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে ২৮ লাখের বেশি নারী।” তবে বাস্তবতা ভিন্ন। আফগানিস্তানে ২০২১ সালে তালেবান দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকেই নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।
মেয়েদের স্কুল ও বিশ্ববিদ্যালয় পার্ক, জিমনেশিয়াম, বাজারসহ সবখানে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। তবে সংবাদ সম্মেলনে মুত্তাকি দাবি করেন, আফগানিস্তানে এখন শান্তি বিরাজ করছে এবং সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সব পরিবর্তন আসবে।
Leave a Reply