এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর সবশেষ যে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, তাকে যুক্তরাষ্ট্রের ‘দ্বিমুখী নীতির চিরাচরিত উদাহরণ’ হিসেবে দেখছে চীন। সম্ভাব্য বাণিজ্য যুদ্ধকে চীন ‘ভয় পায় না’ মন্তব্য করে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি তার হুমকি বাস্তবায়ন করেন, তাহলে চীনও নিজের মত করে পাল্টা পদক্ষেপ নেবে। বেইজিং বিরল খনিজ রপ্তানির ওপর আরো কড়াকড়ি আরোপ করায় ট্রাম্প শুক্রবার ক্ষোভ প্রকাশ করে বলেন, চীন ‘অত্যন্ত শত্রুভাবাপন্ন’ হয়ে উঠছে এবং বিশ্বকে ‘বন্দি করে রাখার চেষ্টা করছে’। তিনি হুমকি দিয়েছিলেন, এই মাসের শেষ দিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক থেকে তিনি সরেও আসতে পারেন।
তবে রোববার ট্রাম্প সোশাল মিডিয়ায় লিখেছেন, “চীন নিয়ে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে!” “অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট শি শুধু একটি বাজে মুহূর্ত পার করছিলেন। তিনি তার দেশের জন্য মন্দা চান না, আমিও চাই না। যুক্তরাষ্ট্র তার সহায়তার হাত চীনের দিকে বাড়াতে চায়, ক্ষতি করতে নয়!!!” তবে কীভাবে বিরোধ মিটবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ট্রাম্পের শুক্রবারের মন্তব্যে আর্থিক বাজারে অস্থিরতা দেখা দেয়, এস অ্যান্ড পি ৫০০ শেয়ার সূচকের ২.৭ শতাংশ পতন ঘটে, যা এপ্রিলের পর সবচেয়ে বড় পতন। বিবিসি লিখেছে, মার্কিন প্রেসিডেন্টের সেই মন্তব্য আবারো মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধের আশঙ্কা জাগিয়ে তোলে। গত মে মাসে উভয় পক্ষই একে অপরের পণ্যের ওপর তিন অঙ্কের শুল্ক প্রত্যাহার করতে সম্মত হয়েছিল। এই শুল্ক দুই দেশের মধ্যকার বাণিজ্য বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি করেছিল। উদ্ভূত পরিস্থিতিতে বছরের শুরুর তুলনায় চীনা পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ বেড়ে যায়, অন্যদিকে চীনে প্রবেশকারী মার্কিন পণ্যের ওপর আরোপ হয় ১০ শতাংশ শুল্ক।
বিবিসি লিখেছে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় যে লিখিত উত্তর দিয়েছে তার সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য দ্বন্দ্বের সময় ব্যবহৃত ভাষার মিল পাওয়া যায়।
চিপ ও সেমিকন্ডাক্টর পণ্যে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার সমালোচনা করে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, তাদের নিজস্ব বিরল মৃত্তিকা খনিজের রপ্তানি নিয়ন্ত্রণ জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার ‘স্বাভাবিক পদক্ষেপ’। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “দীর্ঘ সময় ধরেই যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার ধারণাকে অতিরঞ্জিত করেছে, রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থার অপব্যবহার করেছে এবং চীনের বিরুদ্ধে বৈষম্যমূলক পদক্ষেপ নিয়েছে।
“শুল্কের হুমকি দেওয়া চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সঠিক উপায় নয়। শুল্ক যুদ্ধ নিয়ে চীনের অবস্থান সবসময়ই এক—আমরা চাই না, কিন্তু আমরা তা নিয়ে ভয়ও পাই না।” চীন গত সপ্তাহে ঘোষণা দেয়, উচ্চপ্রযুক্তি উৎপাদনে ব্যবহৃত বিরল খনিজ ও অন্যান্য উপাদান রপ্তানির নিয়ন্ত্রণ আরো কঠোর করছে তারা। এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কারণ বিশ্বে প্রায় ৯০ শতাংশ বিরল খনিজ চীন প্রক্রিয়াজাত করে। এই খনিজ সৌর প্যানেল, স্মার্টফোনের মত পণ্যে ব্যবহৃত হয়। বিবিসি লিখেছে, ওয়াশিংটন ও বেইজিংয়ের সাম্প্রতিক মন্তব্যগুলোকে ভবিষ্যতের বাণিজ্য আলোচনার আগে নিজেদের অবস্থান মজবুত করার কৌশল হিসেবে দেখছেন কেউ কেউ। এই মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় একটি সম্মেলনে ট্রাম্প ও শির বৈঠক হবে কি না, তা এখনও অনিশ্চিত।
Leave a Reply