1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 9:15 am

জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ বাংলাদেশ নারী দলের

  • প্রকাশিত সময় Sunday, October 12, 2025
  • 24 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক ॥ জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে আগামীকাল নারী ওয়ানডে বিশ্বকাপের নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা দুই ম্যাচ হেরেছে টাইগ্রেসরা। তাই জয়ের ধারায় ফিরতে উদগ্রীব নিগার সুলতানা জ্যোতির দল।ভারতের বিশাখাপত্তমে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ।নারী বিশ্বকাপের ১৩তম আসরে দারুণ জয় দিয়ে যাত্রা করে বাংলাদেশ। শ্রীলংকার কলম্বোতে লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় টাইগ্রেসরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের দুর্দান্ত নৈপুন্যে ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান।জবাবে অভিষেক ওয়ানডেতে খেলতে নামা ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকের অনবদ্য হাফ-সেঞ্চুরিতে ১১৩ বল বাকী রেখে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ৮টি চারে ৭৭ বলে ৫৪ রান করেন ঝিলিক।পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ভারতের গৌহাটিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও ৪ উইকেটে হেরে যায় টাইগ্রেসরা।প্রথমে ব্যাট করে সোবাহানা মোস্তারির ৬০ রানের ইনিংসের উপর ভর করে ৪৯.৪ ওভারে ১৭৮ রান করে বাংলাদেশ। এরপর জবাব দিতে নামা ইংল্যান্ডকে চেপে ধরে বাংলাদেশের বোলাররা। ১০৩ রানে ইংলিশদের ষষ্ঠ উইকেট তুলে নেয় তারা। কিন্তু সপ্তম উইকেটে হেদার নাইট ও চার্লি ডিনের অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটিতে হার বরণ করে নেয় বাংলাদেশ।ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করলেও তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ।ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে টাইগ্রেসরা। উপরের সারির ছয় ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি। পরের দিকে তিন ব্যাটার দুই অংকে পা রাখলে ৩৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১২৭ রান পর্যন্ত যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ফাহিমা খাতুন।নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে দলের অনেক কিছু শেখার আছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ঐ ম্যাচ শেষে জ্যোতি বলেন, ‘অবশ্যই , এ ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে চেয়েছিলাম, কিন্তু দল হিসেবে সেটি পারেনি। বোলাররা ধারাবাহিকভাবে ভাল করছে। আশা করি পরের ম্যাচেও ভাল করবে বোলাররা। পাশাপাশি ব্যাটারদেরও ভাল করতে হবে।’ওয়ানডেতে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১বার খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৩বার জয়ের দেখা পেয়েছে তারা। বাকী ১৮ ম্যাচে হেরেছে টাইগ্রেসরা। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিন আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছিল বাংলাদেশ। ঐ সিরিজ ২-১ ব্যবধানে হারে তারা।বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃৃষ্ণা, সানজিদা আক্তার, নিশিতা আকতার নিশি ও সুমাইয়া আকতার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640