কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া আইকা যুবসংঘের ব্যানারে নির্মাণাধীন মন্ডপে বেশ কয়েকটি মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয় মন্ডপ কমিটির সদস্যরা। তবে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে শহরের আড়–য়াপাড়া রেললাইন সংলগ্ন হেমচন্দ্র লেনস্থ আইকা সংঘ অস্থায়ী মন্ডপে আসন্ন প্রতীমা তৈরীর কাজ চলছিল। মন্ডপ কমিটির সদস্যরা সকালে এসে দেখতে পান মন্ডপে থাকা নির্মাণাধীন প্রায় সবক’টি প্রতীমার অংশ বিশেষ ভাংচুর করা হয়। সংবাদ পেয়ে কুষ্টিয়া পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সকালে মন্ডপ পরিদর্শনে যান কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা। তিনি সাংবাদিকদের বলেন,‘ বিষয়টি কারা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রীতি নষ্ট করতে দৃর্বত্তরা এমন ঘটনা ঘটিয়েছে। আমরা এর নিন্দা জানাচ্ছি। এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের খুজে বের করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। জেলা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক তুহিন চাকী বলেন,‘ সামনে সনাতনীদের বড় উৎসব। এটা সামনে রেখে কোন গোষ্ঠী এমনটা করতে পারে। আমরা এমন ঘটনার নিন্দা জানাচ্ছি। এদিকে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিারুল ইসলাম বলেন,‘ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি কারা ঘটিয়েছে তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।’
Leave a Reply