1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 1:31 pm

গাজায় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় ৭ হাজার যোদ্ধাকে ডেকে পাঠিয়েছে হামাস: বিবিসি

  • প্রকাশিত সময় Sunday, October 12, 2025
  • 23 বার পড়া হয়েছে

এনএনবি : ফিলিস্তিনি ছিটমহল গাজার যেসব এলাকা ইসরায়েলি সেনারা ছেড়ে গেছে সেখানে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য হামাস তাদের নিরাপত্তা বাহিনীর প্রায় সাত হাজার সদস্যকে ডেকে পাঠিয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি এসব এলাকায় পাঁচজন নতুন গভর্নর নিয়োগ করেছে আর তাদের সবাই সামরিক অভিজ্ঞতা সম্পন্ন বলে বিবিসি জানিয়েছে। আগে তাদের কেউ কেউ বিদেশে হামাসের অভিযানগুলোতে সামরিক শাখার ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্বপালন করেছেন বলে স্থানীয় সূত্রগুলো বিবিসিকে জানিয়েছেন। খবর অনুযায়ী, এই ডেকে পাঠানোর আদেশ ফোন কল ও ক্ষুদে বার্তার মাধ্যমে জারি করা হয়েছে। বার্তায় বলা হয়েছে, “জাতীয় ও ধর্মীয় দায়িত্ব পালনের আহ্বানের সাড়া দিতে, গাজাকে অপরাধী ও ইসরায়েলের সহযোগীদের থেকে মুক্ত করতে আমরা একটি সাধারণ সংহতি ঘোষণা করেছি। আপনি আপনার দাপ্তরিক কোড ব্যবহার করে অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে নির্ধারিত স্থানে আপনার উপস্থিতি জানান দিবেন।”
বিবিসি জানিয়েছে, গাজা থেকে পাওয়া খবরগুলো থেকে ধারণা পাওয়া যাচ্ছে ইতোমধ্যেই হামাসের সশস্ত্র ইউনিটগুলো বেশ কয়েকটি জেলায় মোতায়েন করা হয়েছে, তাদের মধ্যে কিছু আছেন বেসামরিক পোশাকে আর অন্যরা গাজার পুলিশের নীল উর্দিতে। গাজা যুদ্ধ কোনোভাবে শেষ হলে কে ভূখ-টি শাসন করবে তা নিয়ে বাড়তে থাকা অনিশ্চয়তার মধ্যে হামাসের এই সংহতকরণ ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল বলে লিখেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি। এটি প্রধান সমস্যাগুলোর একটি যা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্বের শুরুকে জটিল করে তুলতে পারে। যে পর্বে হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর এই মোতায়েনের খবরগুলো নিয়ে বিদেশে থাকা হামাসের এক কর্মকর্তা সরাসরি মন্তব্য করতে রাজি না হলেও বিবিসিকে বলেছেন, “আমরা গাজাকে চোর ও দখলদার ইসরায়েলিদের সমর্থিত বেসামরিক সশস্ত্র গোষ্ঠীগুলোর করুণার কাছে ছেড়ে দিতে পারি না। আমাদের অস্ত্রগুলো বৈধ, সেগুলো দখলদারিত্ব প্রতিরোধ করার জন্য আছে আর যত দীর্ঘ সময় দখলদারিত্ব অব্যাহত থাকবে সেগুলোও থাকবে।” ফিলিস্তিনের কর্তৃপক্ষের হয়ে অনেক বছর ধরে গাজায় দায়িত্বপালন করা অবসরপ্রাপ্ত এক ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ছিটমহলটি আরেক দফা অভ্যন্তরীণ রক্তপাতের দিকে এগিয়ে যাচ্ছে এমন আশঙ্কা করছেন তিনি। বিবিসিকে তিনি বলেন, “হামাসের পরিবর্তন হয়নি। অস্ত্র ও সহিংসতাই তাদের আন্দোলনকে জীবিত রাখার একমাত্র উপায় বলে এখনও বিশ্বাস করে তারা।”
ব্রিটিশ সংবাদ মাধ্যমটি লিখেছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এসব লক্ষণে গাজাবাসীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে যারা ইতোমধ্যেই দুই বছর স্থায়ী এক ধ্বংসাত্মক যুদ্ধের কারণে অত্যন্ত ক্লান্ত, অবসন্ন হয়ে আছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640