1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 8:16 am

কুষ্টিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও বিচার দাবিতে মানব বন্ধন স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত সময় Thursday, October 9, 2025
  • 35 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় রফিকুল্লাহ কালবি নামে স্থানীয় পত্রিকা দৈনিক কুষ্টিয়ার খবর’র সহকারী সম্পাদককে শহরের কোর্টপাড়া থেকে উঠিয়ে এনে কুষ্টিয়া প্রেসক্লাবে আটকে রেখে হত্যার উদ্দেশ্যে বেদম মারধরের অভিযোগ উঠেছে। গত ০৬ অক্টোবর রাত ৮টায় নির্যাতনের শিকার গুরুতর আহত ওই সাংবাদিক এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রপাচার শেষে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এঘটানায় ৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনের বিরুদ্ধে জোরপূর্বক অহপরণ করে আটক রেখে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ এনে মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিক কালবির স্ত্রী সারাবান তহুরা। চিকিৎসকের বরাত দিয়ে বাদি জানিয়েছেন গরুতর রক্তাক্ত জখম সাংবাদিক কালবি’র পেটের মধ্যে পাকস্থলী ফেটে যাওয়াসহ নাভি এবং নারি ছিড়ে প্রচুর রক্তক্ষরনে জীবন সংকটাপন্ন অবস্থায় আছে। বাদির অভিযোগ, এমন জীবন সংকটাপন্ন গুরুতর জখমকে সাধারণ আহত বলে মামলার প্রাথমিক তথ্যবিবরণীতে উল্লেখসহ এঘটনায় জড়িতদের গ্রেফতার না করে নানা তালবাহানা করছেন পুলিশ। পুলিশের ভুমিকায় মনে হচ্ছে আসামীদের সাথে হয়ত পুলিশ প্রশাসনের কোন সখ্যতা আছে, তা নাহলে আসামীরা পরিবারের স্বজনদের নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে।
এ ঘটনার প্রতিবাদে বৃহষ্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসন ভবন চত্বরে সর্বস্তরের সাংবাদিক মহলের ব্যানারে মানব বন্ধন ও স্মারকলিপি দেয়া হয়েছে। এসময় বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিক কালবিকে নির্যাতনের বিচার এবং জড়িতদের গ্রেফতার করে করে প্রশাসনকেই প্রমান দিতে হবে যে আসামীদের সাথে প্রশাসনের কোন সখ্যতা নেই। ‘কিছু লেবাসধারী ও প্রেসকার্ডধারী কথিত সাংবাদিক সাংবাদিকতার আড়ালে একটি দূর্বৃত্তায়ন চক্র গড়ে তুলেছে। তারা কার্যত: মাদক ব্যবসার পার্সেন্টেজ নেয়া, জিম্মি করে মুক্তিপন আদায়, টেন্ডারবাজিসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। এসব অপরাধ কর্মকান্ডকে নির্বিঘœ করতেই তারা সাংবাদিক কালবিকে ধরে এনে আটক রেখে নির্যাতনের চালিয়েছে। এঘটনাটি এমন অনেকগুলি ঘটনার একটি মাত্র।
তবে এঘটনার প্রতিবাদে ইতোমধ্যে ঘটনার সত্যতা ও দায় স্বীকার করে কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মুনি জুবায়েদ রিপন তার ফেসবুক আইডিতে পদত্যাগের ঘোষনা দিয়েছেন।
এই ঘটনায় পুলিশের প্রশ্নবিদ্ধ ভুমিকার বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন অভিযোগ নাকচ করে জানান, ‘এঘটনায় মামলা হয়েছে, পুলিশ তদন্ত করছে, সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে জড়িতদের সনাক্তের কাজ চলছে। এজাহার নামীয় আসামীদের সেল নং বন্ধ থাকায় তাদের অবস্থান সনাক্ত করতে পারছেন পুলিশ’। তবে জড়িতদের খুব শীঘ্রই গ্রেফতার করা হবে’। স্মারকলিপি গ্রহন কালে কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‘প্রেসক্লাব এবং সাংবাদিকতা দেশ ও মানুষের একটি গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান। সেখানে এজাতীয় ফৌজদারি অপরাধ সংঘটিত হবে এটা বলতেও লজ্জা লাগে। ঘটনা যেটা ঘটেছে সেটার একটা সুষ্ঠু তদন্তের জন্য জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি করে দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলেই এর যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640