এনএনবি : যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্য ও শিকাগো শহর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ন্যাশনাল গার্ড মোতায়েন ঠেকাতে। শত শত ন্যাশনাল গার্ড সদস্য টেক্সাস থেকে শিকাগোর দিকে রওয়ানা দেওয়ার পর এই মামলা হল।
সোমবার দায়ের হওয়া এই মামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সামরিক বাহিনী ব্যবহারের প্রশ্নে ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন রাজ্যগুলোর সংঘাত আরও ঘনীভূত হয়েছে। ৩০০ ইলিনয় ন্যাশনাল গার্ড সদস্যকে ফেডারেল নিয়ন্ত্রণে আনার পাশপাশি টেক্সাস থেকে আরও ৪০০ সেনা শিকাগোতে মোতায়েনের পেন্টাগন প্রধান পিটার হেগসেথের নির্দেশের জবাবে ইলিনয় রাজ্য এই মামলা করেছে। এ অবস্থায় রাজ্য সরকার আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলে, মার্কিন সরকারি আইনজীবীরা সোমবার আদালতের শুনানিতে বলেন, টেক্সাস থেকে গার্ড সদস্যরা ইতোমধ্যে রওনা হয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তীতে আরেকটি নির্দেশ জারি করে অতিরিক্ত ৩০০ ইলিনয় গার্ড সদস্যকে ডেকে পাঠান। এতে হেগসেথের আগের নির্দেশটিই আবার বলবৎ হয়।
এরই মধ্যে মার্কিন জেলা আদালতের বিচারক এপ্রিল পেরি ইলিনয়ের মামলার শুনানি চলাকালেও শিকাগোতে সেনা মোতায়েনের অনুমতি দেন। তিনি বুধবার মধ্যরাতের মধ্যে সরকারকে জবাব দেওয়ার সময়সীমা বেঁধে দেন। এর আগের দিনই ওরেগনে এক ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনকে রাজ্যের রাজধানী পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড পাঠানো থেকে সাময়িকভাবে বিরত থাকতে আদেশ দিয়েছিলেন। পেরির রায়ের পর হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, প্রয়োজনে তিনি ‘ইনসারেকশন অ্যাক্ট’ বা বিদ্রোহ দমন আইন প্রয়োগ করবেন, যা স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সেনা পাঠানোর এখতিয়ার দেয়। “প্রয়োজনে আমি সেটা করব,” বলেন ট্রাম্প। “যদি মানুষ মারা যায় আর আদালত বা গভর্নররা আমাদের আটকে রাখে, তাহলে অবশ্যই করব।”
পরে নিউজম্যাক্স টেলিভিশনকে তিনি বলেন, “যদি ওরেগনের মতো পরিস্থিতি দেখা দেয়, যেখানে সরকার নিজেই নিয়ন্ত্রণ হারিয়েছে, তাহলে সেটাই তো বিদ্রোহ। সেটি দমন করতেই এই আইন আছে।” এই আইন সর্বশেষ ১৯৯২ সালে প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ব্যবহার করেছিলেন, ক্যালিফোর্নিয়ার গভর্নরের অনুরোধে লস অ্যাঞ্জেলেসে দাঙ্গা দমনে। ডেমোক্র্যাট শাসিত রাজ্যগুলো বলছে, ট্রাম্প তাদের শহরগুলোকে রাজনৈতিকভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছেন এবং “অরাজকতার ছদ্মচিত্র” তৈরি করছেন।
অন্যদিকে, হোয়াইট হাউজের দাবি, ফেডারেল ভবন ও কর্মীদের ‘সহিংস দাঙ্গা ও আইনহীনতা’ থেকে রক্ষায় সেনা প্রয়োজন। ইলিনয়ের গভর্নর জে বি প্রিৎজকার বলেন, “ডনাল্ড ট্রাম্প আমাদের সেনাদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন— এক অকারণ, অবৈধ সামরিকীকরণের অংশ হিসেবে।” তিনি আরও বলেন, “ট্রাম্পের কল্পনায় শিকাগোকে ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে দেখানো নিছক উন্মাদনা। তিনি আমাদের শহরকে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক’ আখ্যা দিয়ে নিজের রাজনৈতিক নাটক চালাচ্ছেন।”
অন্যদিকে, ট্রাম্প পাল্টা অভিযোগ করে বলেন, “শিকাগো আজ যেন যুদ্ধের ময়দান। গভর্নর প্রিৎজকার ও মেয়র ব্র্যান্ডন জনসন সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছেন। আফগানিস্তানেও এমন অপরাধ দেখা যায় না।” ন্যাশনাল গার্ড সেনা যুক্তরাষ্ট্রের রাজ্যভিত্তিক মিলিশিয়া বাহিনী, যারা সাধারণত রাজ্যের গভর্নরের অধীন কাজ করে; তবে প্রেসিডেন্ট চাইলে তাদের ফেডারেল নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন।
শিকাগোর এই মামলা ট্রাম্পের বিরুদ্ধে সামরিক বাহিনী মোতায়েন ঠেকাতে দায়ের করা চতুর্থ মামলা। ক্যালিফোর্নিয়া ও ওরেগনের বিচারকরা আগেই প্রাথমিকভাবে রায় দিয়েছেন যে, ট্রাম্প সম্ভবত তার সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
Leave a Reply