1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 4:33 pm

জিম্মি মুক্তির ঘোষণা শিগগিরই, হামাসকে নিরস্ত্র করা হবে : নেতানিয়াহু

  • প্রকাশিত সময় Monday, October 6, 2025
  • 62 বার পড়া হয়েছে

এনএনবি : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘আগামী কয়েক দিনের মধ্যেই’ গাজায় থাকা জিম্মিদের মুক্তির ঘোষণা দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন। টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি আরও বলেন, “হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজাকে সামরিক বাহিনী মুক্ত করা হবে—সহজ হোক আর কঠিন উপায়ে হোক, এটি অর্জিত হবেই।” যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার আওতায় হামাস শুক্রবার বিবৃতিতে জিম্মিদেরকে মুক্তি দিতে রাজি হওয়ার পর নেতানিয়াহু এই মন্তব্য করলেন।
তবে হামাস নিরস্ত্র হওয়ার বিষয়ে কিছু উল্লেখ করেনি কিংবা অন্যান্য বিষয়গুলোতে আলোচনা চায়নি। গাজায় হামলার পর হামাস শনিবার বলেছে, ইসরায়েল হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তারা ইসরায়েলের ওপর বিশ্বের চাপ আহ্বান করেছে। ওদিকে, গাজা যুদ্ধবিরতি নিয়ে সোমবার থেকে পক্ষগুলোর মধ্যে মিশরে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার কথা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চুক্তির বিষয়ে হামাসের কাছ থেকে কোনও দেরি ‘সহ্য করবেন না’। “হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। নাহলে সব বাজি শেষ হয়ে যাবে…চলুন দ্রুতই কাজটি করি,” ট্রুথ সোশ্যালে লেখেন তিনি।
পরে তিনি আরেক পোস্টে জানান, ইসরায়েল প্রাথমিক সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ২০-দফা শান্তি প্রস্তাবে অবিলম্বে লড়াই বন্ধ করা ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির পাশাপাশি শত শত ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত আছে।
ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুতির জন্য তারা একটি আদেশ জারি করেছে। এতে ইসরায়েলি সেনাদের নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয়েছে। হামাস ট্রাম্পের প্রস্তাব গ্রহণের জন্য চাপের মুখে পড়েছে। তারা সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে এবং গাজা টেকনোক্র্যাট শাসিত হবে বলে মেনে নিয়েছে। তবে নিরস্ত্রীকরণের বিষয়ে হামাস কিছু বলেনি, যা ইসরায়েলের অন্যতম প্রধান দাবি। গাজা ও ইসরায়েল- উভয় পক্ষেই একটি সতর্ক আশাবাদ আছে যে, চলমান উদ্যোগ শেষ পর্যন্ত একটি চুক্তিতে গড়াতে পারে।
যেসব বিষয়ে মতপার্থক্য আছে, তার মধ্যে আছে ট্রাম্পের ব্যক্তিগত সংশ্লিষ্টতার বিষয়টি। যুদ্ধ শেষ করেছেন এমন একজন হিসেবে তিনি স্মরণীয় ও পুরস্কৃত হতে চান।
তিনি প্রকাশ্যে হামাসকে আহবান জানাচ্ছেন, আরও সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছেন। সম্প্রতি ইসরায়েলের নেতৃত্বের সঙ্গে ট্রাম্পের ক্রমবর্ধমান অস্বস্তিরও ইঙ্গিত পাওয়া গেছে। তবে এটি এখনও স্পষ্ট নয় যে, ট্রাম্প-প্রভাব যথেষ্ট হবে কি-না।
এখন যেসব বাধা দেখা যাচ্ছে, সেগুলো আগেও ছিল। হামাস সবসময় ইসরায়েলের সামরিক বাহিনীর পূর্ণ প্রত্যাহার চেয়ে আসছে। জিম্মি মুক্তির পর ইসরায়েল আবার যুদ্ধ শুরু করবে না এমন নিশ্চয়তাও চায় তারা। গোষ্ঠীটি জানে জিম্মি হাতে রাখা ছাড়া এগুলো ঝুঁকিপূর্ণ। গাজার ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রস্তাবের প্রতিক্রিয়ায় আশা ও গভীর সন্দেহ দেখা যাচ্ছে। গাজায় অনেকেই ভয় পাচ্ছেন যে, হামাস ফাঁদে পা দিতে যাচ্ছে। আবার অন্যরা মনে করছেন, দুই বছরের সংঘাত শেষ করতে এটি একটি ঐতিহাসিক সুযোগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640