1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 9:50 am

জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ শিক্ষিতা গৃহবধু চম্পা এখন ভবগুরে, মানুষের হাস্যরসের পাত্র

  • প্রকাশিত সময় Sunday, October 5, 2025
  • 118 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ এক সময় পিতা-মাতা ঘর, সংসার সব ছিল। বিদ্যালয় থেকে কলেজ পর্যন্ত লেখাপড়া করেছে। তার পর দীর্ঘ ১৫ বছর বিদেশে থেকেছে। সেখানে থাকা অবস্থায় বিয়ে হয়েছিল। তাদের ঘর জুড়ে একটি সন্তানও রয়েছে। এখন সন্তানটি বয়স ৫ বছর। সতীনের সংসার হওয়ায় হটাৎ মাথা-এলোমেলো হয়ে যায়। তার পর আর কি। চাকচিক্য, পোশাকেই ঘর ছাড়া। বলছিলাম, কুষ্টিয়া শহরের ব্যস্ততম এলাকা মজমপুর গেট নবাব-নান্না বিরিয়ানী হাউসের সামনে প্রতিদিন রাতে বিভিন্ন অঙ্গভঙ্গীতে চলন্ত গাড়ীর সামনে হটাৎ দাঁড়িয়ে পড়া, রাস্তার মাঝে দাঁড়িয়ে নাচানাচি করা‘ চম্পা’র কথা। চেহারা আর বেশ-ভুসা দেখে মনেই হবে না, তার মাথায় সমস্যা বা ভবগুরে। প্রথম প্রথম পোশাক-পরিচ্ছদে অনেক আভিজাত্য থাকলেও এখন দিনে দিনে তা মলিন হয়ে যাচ্ছে। কিছুদিন আগেও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার ছবি ভেসে বেড়িয়েছে। শনিবার (৪সেপ্টেম্বর) রাত তখন সাড়ে ১২ টা। শহরের ব্যস্ততম এলাকা মজমপুর গেট। টি এন্ড টি গেট সংলগ্ন নবাব-বিরিয়ানি হাউসের সামনে সুর করে গান গাইছে আর প্লাস্টিকের ডিভাইডারের উপর নিজের কাপড় নাড়ছে। এর পর স্মৃতি ফলকের সামনে যেয়ে শাটান হয়ে শুয়ে পড়লো। তার এমন কান্ড দেখে উৎসুক, রিক্সাচালক, বাইকচালানোরত যুবকরা বেশ মজা করছে। এ সবের ফাঁকে এক লাফে যেয়ে দাঁড়িয়ে পড়লো ট্রাফিক আইল্যান্ডের দক্ষিণ পাশে। পশ্চিম দিক থেকে ট্রাক আর যাত্রী বাহি বাসের সারি। তার সামনেই বিভিন্ন অঙ্গভঙ্গি। কয়েকজন পথচারীর ধমকে কিছুটা সরে দাঁড়ালো। স্থানীয়রা জানিয়েছে, মেয়েটি বেশ বিত্তবান ঘরের। একদিন তার সব ছিল। হটাৎ মাথায় সমস্যা হওয়ায় এ অবস্থা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, নাম তার চম্পা। বাড়ী মেহেরপুর জেলার জোড়াপুকুরে। তার মোবাইল নাম্বার ০১৩২২-২৬৬৭৪৮ তার মায়ের নাম্বার ০১৩৩৫-৩৪৮৭০৫ বলে জানা যায়। মেয়েটিকে সুরক্ষায় এখনুনি পদক্ষেপ গ্রহন জরুরী। না হলে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। সুত্রটি বলছেন, দিনের বেলায় সারাদিন সে লালন শাহের মাজারেরর অডিটোরিয়ামে নিচে ঘুমায়। রাত সাড়ে ১০টার পর চলে আসে মজমপুর গেটে। সারারাত এখানে থেকে আবার চলে যায় সেখানে। কখনও কোর্ট ষ্টেশনেও তাকে দেখা যায়। কুষ্টিয়া জেলার সমাজ সেবা অধিদপ্তরের পরিচালিত বটতৈলে সামাজিক প্রতিবন্ধী নারীদের পুর্ণবাসন কেন্দ্র ছিল। সেখানে ভাসামান মেয়েদের সাথে এদের রাখবার ব্যবস্থাও ছিল আগে। তবে এ ব্যাপারে জেলা প্রবিশন অফিসার আতাউর রহমান কুষ্টিয়ার কাগজকে জানিয়েছেন, ওই স্থানটির নাম পরিবর্তন হয়ে এখন সুবিধা বঞ্চিত নারীদের পুর্ণবাসন কেন্দ্র হয়েছে। ফলে এমন মাথায় সমস্যা মেয়েদের সেখানে রাখাবার কোন ব্যবস্থা নেই। তিনি জানিয়েছেন, এ বিষয়টি আমারা জেনেছি। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জের কথাও হয়েছে। তিনিও আমাদের জানিয়েছেন কোন জায়গায় পেলে তাকে ধরে ব্যবস্থা নেয়া হবে। তবে গত তিন মাসে মেয়েটির কোন ব্যবস্থা হয়নি। এ ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা সমাজ সেবা উপ-পরিচালকের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640