কাগজ প্রতিবেদক ॥ “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যকে ধারণ করে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুর রহমান। কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষিকা মোছাঃ মাহবুবা বেগমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তৃতা করেন কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ডঃ মোহাঃ আব্দুল লতিফ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর কবুওয়াতুল ইসলাম, কুয়্যাতুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ তারেকুর রহমান, দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল হক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম, কুষ্টিয়া জিলা স্কুলের সহকারী শিক্ষক মো. জাকিরুল ইসলাম ও চৌড়হাস মুকুল সংঘ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা খানম। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফেজ মোঃ রুহুল আমিন। আলোচনা সভায় শিক্ষকরা তাদের শিক্ষকতা পেশায় নানা প্রতিবন্ধকতা ও বিভিন্নভাবে তাদের বৈষম্যের শিকার হওয়ার কথা তুলে ধরে তাদের আর্থিক ও সামাজিক মর্যাদা বাড়ানোর জোর দাবি জানান।
Leave a Reply