আলমডাঙ্গা ব্যুরোঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে নকল পশুখাদ্য ভুসি উৎপাদনের খবর শোনা যাচ্ছিল। কিন্তু বুধবার (১ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে এক সাহসী অভিযানে এই প্রতারণার পর্দা উন্মোচিত হলো।স্থানীয় খামারিদের অভিযোগে জানা গেছে, সুমন ফ্লাওয়ার মিলের ভেতরে গোপনে ভুসির সঙ্গে ধুলোবালি, খইল এবং অপ্রাসঙ্গিক উপকরণ মিশিয়ে কৃত্রিম ভুসি তৈরি করা হতো। এই নকল ভুসি বিভিন্ন নামিদামি কোম্পানির লোগো ব্যবহার করে নতুন বস্তায় ভরে বাজারজাত করা হতো। মিলের ভেতরে কোনো সাইনবোর্ড বা নামফলক দেখা যায়নি, যা এই ব্যবসার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয় খামারিরা জানিয়েছেন, নকল ভুসি গবাদি পশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বড়গাংনির কৃষক এনামুল বলেন, “হাজার হাজার টাকা খরচ করে আমরা গরু-গাভি পালন করি। কিন্তু এই নকল পশুখাদ্যের কারণে হঠাৎ পশু অসুস্থ হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে মৃত্যুর ঘটনাও ঘটেছে।” ঘটনার খবরে সাংবাদিকরা যখন ঘটনাস্থলে পৌঁছান, মিলের মালিক নগদ অর্থ দিয়ে সংবাদ ধামাচাপার চেষ্টা করেন। তবে সাংবাদিকরা উৎকোচের প্রলোভনে পড়ে না এবং সত্যই প্রকাশ করেন। এলাকার মানুষ সাংবাদিকদের সততা এবং সাহসকে সাধুবাদ জানিয়ে বলেন, “সাংবাদিকরা যদি টাকা নিয়ে চুপ থাকতেন, তাহলে বিষয়টা চাপা পড়ত। তারা সত্য প্রকাশ করেছেন—এর জন্য আমরা কৃতজ্ঞ।” স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দাবি করছেন, শুধু সংবাদ প্রকাশই যথেষ্ট নয়; সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারা মনে করছেন, প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া এ ধরনের প্রতারণা বন্ধ হবে না। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম জানান, তিনি বিষয়টি আগে জানতেন না, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের পরিচালক মোঃ মামুনুল হাসান জানিয়েছেন, “পূজার ছুটি শেষে অভিযানে ব্যবস্থা নেওয়া হবে।” নকল ভুসির এই ঘটনা শুধু ব্যবসায়িক প্রতারণা নয়; এটি কৃষকের অর্থনৈতিক ক্ষতি এবং সাধারণ মানুষের বিশ্বাসের ওপর আঘাত। এখন স্থানীয়দের দৃষ্টি প্রশাসনের দিকে। দ্রুত এবং কঠোর পদক্ষেপ ছাড়া এই ধরনের প্রতারণা বন্ধ হওয়া সম্ভব নয়।
Leave a Reply