1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 8:18 pm
শিরোনাম :
পাবলিক লাইব্রেরী মাঠে শেষ হলো কুনাউ’র উদ্যোগে পিঠা উৎসব তারেক রহমানকে নিয়ে ভেড়ামারায় যুবদল নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বহিষ্কারের পরপরই সংবাদ সম্মেলনে চাইলেন ক্ষমা কেইউজে’র নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত খোকসায় রাস যাত্রা উৎসবে মেহেদী রুমী আমি সংসদে আবারো আপনাদের কন্ঠস্বর হতে চাই চুয়াডাঙ্গায় ফ্লিমই স্টাইলে গাছ ফেলে ডাকাতি, আটক-১ আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ডে শরীফুজ্জামানের গণজোয়ার ৩১ দফায় মুক্তি ও শান্তির অঙ্গীকারে জনতার ঢল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের আমীর খসরু গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না প্রধান বিচারপতি প্রশাসনিক নয়, সংস্কারের মূল লক্ষ্য নৈতিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে সিভিল এভিয়েশনের পাওনা ৬ হাজার কোটি টাকা

নতুন চমক দিতে তৈরি ‘অ্যানিমেল’ সিনেমার তৃপ্তি

  • প্রকাশিত সময় Wednesday, October 1, 2025
  • 27 বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক ॥ বলিউডপ্রেমীদের জন্য আসছে বড় চমক। হিন্দি সিনেমার নতুন প্রজন্মের জনপ্রিয় তারকা ‘অ্যানিমেল’খ্যাত তৃপ্তি দিমরি এবার বড়পর্দায় ফুটিয়ে তুলতে যাচ্ছেন কিংবদন্তি নায়িকা পারভীন ববিকে। খবরটি বেশ অনেকদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই শুরু হবে এই জীবনীভিত্তিক সিরিজের শুটিং। কাজ শুরু করতে তৈরি তৃপ্তি। এটি পরিচালনার দায়িত্বে থাকছেন ‘মার্গারিটা উইথ আ স্ট্র’ খ্যাত নির্মাতা শোনালি বোস। নেটফ্লিক্সে মুক্তি পেতে যাওয়া এই সীমিত পর্বের সিরিজের প্রযোজনা করবেন স্নেহা রাজানি। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ। মার্চ থেকেই ক্যামেরার সামনে দাঁড়াবেন তৃপ্তি। অন্যদিকে, তৃপ্তি দিমরি সম্প্রতি আলোচনায় রয়েছেন একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের জন্য। এবার কিংবদন্তি পারভীন ববির জটিল অথচ বর্ণময় জীবনকে রূপালি পর্দায় ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। সিনেজগতের অনেকে মনে করছেন, এই চরিত্রে অভিনয় করে তৃপ্তি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারেন। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাকে পারভীন ববির রূপে দেখার জন্য। প্রসঙ্গত, সর্বকালের সেরা আবেদনময়ী আইকনদের প্রথম বিশজনের একজন ভাবা হতো পারভিন ববিকে। ১৯৭৩ সালে মডেল হিসাবে তার পেশাদারি জীবন শুরু। সেখান থেকেই অভিনয় জগতে। টাইম ম্যাগাজিনের কভারে খোলামেলা পোজ দিয়ে ঝড় তুলেছিলেন। এর পর বলিউড দুনিয়ায় সেক্স অ্যাপিল নিয়ে দারুণ সময় পার করেন ববি। ১৯৭২ থেকে ১৯৮৩ পর্যন্ত বলিউডে একপ্রকার দাপিয়ে বেড়িয়েছেন পারভিন ববি। মজবুর, নমক হালাল, কালা পাত্থার, দিওয়ার, অমর আকবর অ্যান্টনি, শান এসব ছবির জন্য অনেক অনেক দিন তিনি সিনেমা দর্শক মনে জেগে থাকবেন। সে সময়েও এসব সিনেমাতে অভিনয়ের জন্য প্রশংসা কুড়ান পারভিন। বড় বড় অভিনেতাদের সঙ্গে অভিনয়ের সুযোগ ঘটে তার। সাহসী পোশাকের ব্যবহার করে তৎকালীন হিন্দি সিনেমাতে নতুন স্টাইলের শুরু করেন।
হঠাৎ করে জড়িয়ে পড়েন পরিচালক মহেশ ভাটের সঙ্গে গোপন সম্পর্কের বিতর্কে। মাদকে আসক্ত হয়ে পড়েন, ফলে ভুগতেও হয় তাকে। তারপর ধীরে ধীরে লোক চক্ষুর আড়ালে চলে যান পারভিন। অবশেষে ২০০৫ সালে মুম্বাইয়ের ফ্লাটে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। অসাধারণ সুন্দরী ও আবেদনময়ী এই অভিনেত্রীর অভিনয়ের থেকেও তার ব্যক্তিগত জীবন নিয়েই মানুষজনের আগ্রহ ছিল বেশি। মহেশ ভাটের সঙ্গে তার দুর্দান্ত প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640