বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গতকাল বাদ যোহর অনুষ্ঠিত হলো এক আবেগঘন দোয়া ও কুলখানি অনুষ্ঠান। আলমডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাইরুল মামুনের মা, সদ্য পরলোকগমনকারী নুরুন্নাহার বেগমের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এ অনুষ্ঠানটিতে এলাকাজুড়ে শোকের আবহ ছড়িয়ে পড়ে।শোকানুষ্ঠানে অংশ নেন প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক সমাজ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা। উপস্থিত ছিলেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক মোঃ আহাদ আলী মোল্লা, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, সাধারণ সম্পাদক রুনু খন্দকার, যুগ্ম সম্পাদক মীর ফাহিম ফয়সাল, সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েল, অর্থ সম্পাদক মোঃ হাসিবুল হোসেন, বিআরএমপির সভাপতি মোঃ জিনারুল ইসলাম ও মাহফুজুর রহমানসহ আরো অনেকে।দোয়া পরিচালনা করেন বায়তুন নুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ রবিউল ইসলাম, মাওলানা আজিমউদ্দিন ও মাওলানা আব্দুল কাদের। তারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।বক্তারা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, নুরুন্নাহার বেগম ছিলেন ধর্মপরায়ণ, অতিথিপরায়ণ ও সমাজবান্ধব একজন নারী। তিনি পরিবার ও প্রতিবেশীর কাছে ছিলেন সবার ভরসাস্থল। তার মৃত্যুতে শুধু পরিবার নয়, সমগ্র সমাজ একজন আন্তরিক, সৎ ও নিবেদিতপ্রাণ মানুষকে হারালো।অনুষ্ঠানে উপস্থিত স্বজন-শুভানুধ্যায়ীরা শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন এবং কাইরুল মামুন ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।আলমডাঙ্গার সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে নীরবে সক্রিয় থেকে মানবিকতায় ভরপুর জীবনযাপনকারী নুরুন্নাহার বেগমের প্রয়াণে শোকাবহ এ আয়োজনটি এক মানবিক সমবেদনার মিলনমেলায় রূপ নেয়।
Leave a Reply