কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরোফীন। গতকাল সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক (ডিসি) সার সরবরাহ, মূল্য নিয়ন্ত্রণ ও কৃষকদের কাছে সময়মতো সার পৌঁছে দেওয়া নিয়ে কঠোর নির্দেশনা দেন।
ডিসি স্পষ্ট করে বলেন, “কোনো অবস্থাতেই কৃষককে হয়রানি করা যাবে না। যে দলের নেতাই হোন না কেন, সার কেলেঙ্কারি করলে কাউকে ছাড় দেয়া হবে না। নির্ধারিত দামের বেশি দামে সার বিক্রি বা মজুতদারির অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।” সভায় ডিলারদের সতর্ক করে তিনি আরও বলেন, সরকার কৃষকদের কাছে ভর্তুকি মূল্যে সার পৌঁছে দিতে দৃঢপ্রতিজ্ঞ। এ ক্ষেত্রে কেউ অনিয়ম বা কারসাজি করলে তাকে আর ডিলারশিপে রাখা হবে না, পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও কারাদন্ডও হতে পারে। ডিসি মাঠ প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিং করার নির্দেশ দেন এবং কৃষকদের সঠিক সময়ে সার পেতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে ঘনিষ্ঠ সমন্বয় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় ডিলাররা তাঁদের বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। তারা চাহিদা মোতাবেক সারের বরাদ্দ পেতে জোর দাবি জানান এবং কমিশন বৃদ্ধির দাবি করেন। এছাড়া নওয়াপাড়া থেকে বরাদ্দকৃত সার সরবরাহ নিতে নানা হয়রানির কথা জানান ডিলাররা। এসময় জেলা প্রশাসক তাদের সমস্যাগুলো সমাধানের আশ^াস দেন।
সভায় কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শওকত হোসেন ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা মোঃ আব্দুল করিম, অতিরিক্ত উপ-পরিচালক(শষ্য) মোঃ ওয়াহিদুজ্জামান, বিসিআইসি সার ডিলার এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার আব্দুল গফফার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন আহম্মেদ, সাবেক সভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, কুষ্টিয়া জেলা বিএডিসির সার ডিলার এসোসিয়েশনের সহ-সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক এ এম জুবায়েদ রিপন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুপালী খাতুন, কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম, খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন ও ভেড়ামারা উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আশফাকুর রহমান। সভায় বিভিন্ন উপজেলার দেড় শতাধিক বিসিআইসি ও বিএডিসির সার ডিলারারা উপস্থিত ছিলেন।
Leave a Reply