এনএনবি : নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অব নেপালের (সিপিএন–ইউএমএল) চেয়ারম্যান কে পি শর্মা ওলি ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরুতেই জনসম্মুখে এসেছেন।
দেশবাসীর উদ্দেশে বার্তায় তিনি নেপাল ছেড়ে পালানোর খবর অস্বীকার করেছেন। এমন গুজব যারা ছড়িয়েছে তাদের সমালোচনা করে ওলি বলেছেন, তিনি দেশ ছেড়ে যাবেন না এবং দেশে আইনের শাসন ফিরিয়ে আনবেন। চলতি মাসের শুরুতে জেন-জি (তরুণ প্রজন্ম) আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন ওলি। সে সময় তিনি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন বলে খবর শোনা গিয়েছিল। এবার নেপালের ভক্তপুরের গুন্ডু এলাকায় নিজের ব্যক্তিগত বাসভবনে এক সমাবেশে ওলি বলেন, বর্তমান সরকারের হাতে দেশ ছেড়ে দিয়ে তিনি পালাবেন না। নেপালের নতুন সরকারকে দোষারোপ করে তিনি বলেন, “সরকারের ভেতর থেকে আমি অনেক গুঞ্জন শুনতে পাচ্ছি। পাসপোর্ট আটকে দেওয়ার কথাও শুনতে পাচ্ছি। তারা আমার সম্পর্কে কি ভেবেছে? “তারা কি ভাবছে আমি এই দেশ তাদের হাতে হস্তান্তর করে দিয়ে বিদেশে পালিয়ে যাব? না, আমাদেরকে এ দেশ গড়ে তুলতে হবে। আমাদেরকে এই দেশকে একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক দেশ বানাতে হবে। “রাজনীতিকে সঠিক পথে ফেরাতে হবে। আমরা দেশে আইনের শাসন ফিরিয়ে আনব।” ওলি আরও বলেন, আমার নামে আরও গুজব ছড়াচ্ছে। মানুষকে একথা বলতে প্ররোচিত করা হচ্ছে যে, “আমাকে বন্দুক দিন আমি তাকে হত্যা করব। “তলোয়ার দিন তাকে জবাই করব, ড্রোন দিন তাকে আঘাত করব… কথাগুলো অবিরাম সম্প্রচার করা হচ্ছে। কিন্তু আমি কি ভূমিকা পালন করেছি? (আন্দোলনে) গুলি ছোড়ার খবর শুনে আমি পরিস্থিতি তদন্ত করেছি। আমাকে বলা হয়েছে যে কেবল রাবার বুলেট ছোড়া হয়েছে।
“পরে আমি জানতে পারি ১৪ জন নিহত হয়েছে। আমি জিজ্ঞেস করেছি তাদের মাথায় কীভাবে গুলি করা হল? আমরা কীভাবে এটি বন্ধ করতে পারি। দেশে এমন অনাকাঙ্খিত পরিস্থিতি এবং রক্তক্ষয় ঠেকাতে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমি চিন্তা করেছি। “আর এ ঘটনার জন্য যারা দায়ী ছিল তারা তখন এই দোষ কেপি ওলির ঘাড়ে চাপাল।” টানা দুই দিন ধরে ‘জেন-জি’র বিক্ষোভ আর সহিংসতার মধ্যে গত ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সোশাল মিডিয়া বন্ধ করে দেওয়ার প্রতিবাদে কাঠমান্ডুতে যে বিক্ষোভের সূচনা হয়েছিল, শেষ পর্যন্ত তা প্রধানমন্ত্রীর পতন ঘটায়। নিবন্ধনহীন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ বন্ধ করে দেওয়ায় রুষ্ট জেন-জি বিক্ষোভকারীরা কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। তারা দুর্নীতি এবং ব্যবস্থার সংকট নিয়েও প্রশ্ন তোলে। বিক্ষোভ পরে সহিংসতায় রূপ নিলে পুলিশের গুলিতে শিক্ষার্থীসহ ১৯ জন প্রাণ হারান। এরপরই আন্দোলন সরকারবিরোধী রূপ নেয়। বাধ্য হয়ে সরকার সোশাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা তুললেও প্রধানমন্ত্রীর পদত্যাগ মূল দাবিতে পরিণত হয়। বিভিন্ন দল এমনকি ওলির মন্ত্রিসভার অনেক সদস্যও এই দাবিতে সংহতি জানান। নেপালি কংগ্রেসের সমর্থন নিয়ে গত বছরের জুলাইয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন কমিউনিস্ট নেতা ওলি। এর আগে ২০১৫-১৬, ২০১৮-২১ ও পরে ২০২১ সালে আরও একবার সংক্ষিপ্ত সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তিনি। দৃঢ়চেতা অবস্থান ও জাতীয়তাবাদী নীতির জন্য পরিচিত ওলি স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অস্থিরতা এবং কর্তৃত্ববাদী চর্চার অভিযোগ নিয়ে দায়িত্ব ছাড়েন।
Leave a Reply